রবিবার, ১২ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা
ঢাকার উদ্বেগ

বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

বেনাপোলের দৌলতপুর সীমান্তে গতকাল ভোরে বাংলাদেশি দুই গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে বিএসএফ। আহত হয়েছেন আরও তিনজন।
২৬ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, ভোর ৫টার দিকে দৌলতপুর সীমান্ত দিয়ে একদল বাংলাদেশি গরু ব্যবসায়ী গরু নিয়ে দেশে ফেরার পথে ঘোনারমাঠ ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে পাঁচজন গুলিবিদ্ধ হন। সঙ্গীরা আহতাবস্থায় তাদের উদ্ধার করে দেশে ফিরিয়ে আনেন। পরে হাসপাতালে নেওয়ার পথে বেনাপোলের পুটখালি গ্রামের শান্ত ইসলাম (৪৫) ও আনিসুর রহমান আকু (২৭) মারা যান।
আহতদের মধ্যে সাইফুল ইসলাম (৩০), আলতাফ হোসেন (২৮) ও সবুজ হোসেন (৩৪) গোপনে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বিজিবির পক্ষ থেকে বিএসএফের কাছে তৎক্ষণাৎ কড়া প্রতিবাদ জানানো হয়েছে। এ ঘটনার পর থেকে দৌলতপুর সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। ঢাকার উদ্বেগ : যশোর সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত ও তিনজন আহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব শহীদুল হক বলেছেন, ‘ইতিমধ্যে দিল্লির সংশ্লিষ্ট দফতরে আমাদের (বাংলাদেশ) উদ্বেগের কথা জানানো হয়েছে। আমরা আশা করি ভারত এ বিষয়ে ব্যবস্থা নেবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর