রবিবার, ১২ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

ইন্দোনেশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

আফ্রো-এশীয় শীর্ষ সম্মেলনে যোগ দিতে ২১ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্দোনেশিয়া যাচ্ছেন। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ২২ থেকে ২৪ এপ্রিল এ সম্মেলন অনুষ্ঠিত হবে। শীর্ষ সম্মেলনে ১০৯টি দেশের প্রতিনিধিরা যোগ দেবেন। সেখানে ১৫ থেকে ২০টি দেশের শীর্ষ নেতৃত্ব উপস্থিত থাকতে পারেন। সাইডলাইনে চীন, জাপান, মিয়ানমার ও মালয়েশিয়ার শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে। প্রধানমন্ত্রী ২৫ এপ্রিল দেশে ফিরবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ৬০ বছর আগে সাউথ সাউথ কো-অপারেশনের আলোকে আফ্রো-এশীয় সম্মেলনের যাত্রা শুরু হয়। এবার এ সম্মেলনের ছয় দশক পূর্তি হবে। সেই সঙ্গে আফ্রো-এশীয় কৌশলগত অংশীদারিরও ১০ বছর পূর্তি উদযাপিত হবে। ১৯ এপ্রিল আফ্রো-এশীয় সম্মেলনের সচিব পর্যায়ের এবং ২০ এপ্রিল মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর শুরু হবে শীর্ষ বৈঠক। পাশাপাশি আফ্রিকা ও এশিয়ার শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা নিজেদের মধ্যে বৈঠক করবেন।

সর্বশেষ খবর