রবিবার, ১২ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

দুই কোটি ব্যালট ছাপছে ইসি

ঢাকা উত্তর-দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের জন্য ১ কোটি ৮১ লাখের বেশি ব্যালট পেপার ছাপানোর উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। তবে এ তিন সিটি করপোরেশনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার হচ্ছে। এ ক্ষেত্রে মেয়র এবং সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদের জন্য ব্যালট ছাপানো হবে। মেয়র পদের ব্যালটে প্রার্থীর নাম এবং প্রতীক থাকবে। কাউন্সিলরদের ক্ষেত্রে শুধু প্রতীক থাকবে। ঢাকা উত্তর সিটিতে মেয়রসহ প্রার্থী ৩৮৫ জন, দক্ষিণে ৫০২ জন ও চট্টগ্রাম সিটিতে ২৮৭ জন। তিন সিটিতে মোট মেয়র প্রার্থী ৪৮ জন। ইসি সূত্র জানিয়েছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ভোটার ২৩ লাখ ৪৯ হাজার ৩১৩, দক্ষিণে ১৮ লাখ ৭০ হাজার ৩৬৩ এবং চট্টগ্রাম সিটিতে ১৮ লাখ ২২ হাজার ৮৯২ জন। এ তিন সিটির মোট ভোটার ৬০ লাখ ৪২ হাজার ৫৬৮ জন। প্রত্যেক ভোটারের জন্য তিন পদে তিনটি করে ব্যালট ছাপানো হবে। সে হিসেবে মোট ব্যালট ছাপাতে হবে ১ কোটি ৮১ লাখ ২৭ হাজার ৭০৪টি। গতকাল ব্যালট পেপার ছাপার জন্য বিজি প্রেসকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। আগামী এক সপ্তাহের মধ্যে ব্যালট পেপার ছাপানোর কাজ শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

সর্বশেষ খবর