রবিবার, ১২ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা
ব্রিটেনের পার্লামেন্ট নির্বাচন

বাঙালি অধ্যুষিত দুটি আসনে ১৮ জন প্রার্থী

ব্রিটেনে আসন্ন জাতীয় নির্বাচনে বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের দুটি সংসদীয় আসন থেকে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে বাঙালি দুজন প্রার্থী একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সে আসনটি হচ্ছে বেথনাল গ্রিন অ্যান্ড বো। ৯ এপ্রিল নমিনেশন দাখিলের শেষ সময় অতিবাহিত হওয়ার পর টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ভারপ্রাপ্ত রিটার্নিং অফিসার জন উইলিয়ামস পার্লামেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের নাম ঘোষণা করেন। বেথনাল গ্রিন অ্যান্ড বো এবং পপলার অ্যান্ড লাইমহাউস- এই দুটি আসনে ১০টি দলের পক্ষে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে তিনি নিশ্চিত করেন। পার্লামেন্ট নির্বাচনে ভোট হবে আগামী ৭ মে। এই আসনে মোট ভোটার ৮০ হাজার। ২০১০ সালের নির্বাচনে এখান থেকে ইতিহাস সৃষ্টি করে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী ব্রিটিশ পার্লামেন্টে পা রাখেন। এবারের নির্বাচনে বেথনাল গ্রিন অ্যান্ড বো আসনে ১১ জন প্রার্থী রয়েছেন। তারা হলেন- বর্তমান এমপি রুশনারা আলী-লেবার পার্টি, এম রওশন আলী-কমিউনিটিজ ইউনাইটেড পার্টি, এলিয়ট বল-দ্যা ৩০-৫০ কোয়ালিশন, জনাথন ডিউই-ক্যানাবিস ইজ সেইফার দেন অ্যালকোহল, অ্যালেসডার ইয়ান হেন্ডারসন-হুইগ পার্টি, টিনা লাশমোর-লিবারেল ডেমোক্রেটস, পলা ম্যাককুইন-ইউকে ইন্ডিপেন্ডেন্ট পার্টি (ইউকিপ), জ্যাসন এন্ড্রু পাভলো-রেড ফ্ল্যাগ-এন্টি কোরাপশন, এ্যালেস্টার পলসন-গ্রিন পার্টি, গ্লিন রবিনস-লেফট ইউনিটি/ট্রেড ইউনিয়নিস্ট অ্যান্ড সোশ্যালিস্ট এবং ম্যাট স্মিথ-কনজারভেটিভ পার্টি।  পপলার অ্যান্ড লাইমহাউস আসনে রয়েছেন সাতজন প্রার্থী। এখানে ৭৫ হাজার ভোটার রয়েছেন। ২০১০ নির্বাচনে প্রায় সমানসংখ্যক ভোটার থাকলেও এখানে কাস্ট হয়েছিল ৪৬ হাজার ভোট। বর্তমান এমপি জিম ফিজপ্যাট্রিক নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ছয় হাজার বেশি ভোট পেয়ে পাস করেন। এখান থেকে এবারের নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বী তারা হলেন বর্তমান এমপি জিম ফিজপ্যাট্রিক-লেবার পার্টি, আইলিন ব্যাগশো-লিবারেল ডেমোক্রেটস, মওরিন চাইহবস-গ্রিন পার্টি, রেনে ক্লাওডেল মেগেনজি-রেড ফ্ল্যাগ-এন্টি কোরাপশন, নিকোলাস ম্যাককুইন-ইউকে ইন্ডিপেন্ডেন্ট পার্টি (ইউকিপ), হুগো পিয়েরে-ট্রেড ইউনিয়নিস্ট অ্যান্ড সোশ্যালিস্ট কোয়ালিশন এবং ক্রিস উইলফোর্ড-কনজারভেটিভ পার্টি। উল্লেখ্য, ইস্ট লন্ডন হচ্ছে দেড় লক্ষাধিক বাংলাদেশির বসবাস যা মূল জনসংখ্যার প্রায় ৮৫ শতাংশের উপরে। এখানে জয়ের ফ্যাক্টর বাংলাদেশিদের ভোট। আশির দশকে লেবার সরকার গঠনের পর ইমিগ্রান্টদের ব্যাপারে ব্যাপক সুযোগ-সুবিধা দেওয়ায় বাংলাদেশি কমিউনিটির বড় একটি অংশ লেবার সাপোর্টার। আর এ জন্য এ দুটি আসনকে লেবারের নিশ্চিত আসন বলে ধরা হয়। অন্যান্য দল মূলত পেপার ক্যান্ডিডেট দিয়ে থাকে।

সর্বশেষ খবর