রবিবার, ১২ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা
জয়পুরহাট

আওয়ামী লীগ কর্মীদের বাড়িতে জামায়াতের হামলা, পুলিশের গুলি

ডিবি পুলিশকে সহযোগিতা করায় জয়পুরহাটের আমদই ইউনিয়নের পাটেরপুকুর এলাকায় গতকাল জামায়াত-শিবির কর্মীরা দুই আওয়ামী লীগ সমর্থকের বাড়িতে আগুন দিয়েছেন। এ সময় তারা আরও পাঁচটি বাড়ি ও দুটি দোকানে ভাঙচুর চালান। পরে পুলিশ গুলিবিদ্ধ করে দুই জামায়াত কর্মীকে আটক করে।
জানা গেছে, শুক্রবার সন্ধায় ডিবি পুলিশ জামায়াত নেতা শাহ আলমকে আমদই চৌমুহনী এলাকা থেকে গ্রেফতার করে থানায় নিয়ে যাচ্ছিল। এ সময় জামায়াত-শিবির কর্মীরা হামলা চালিয়ে পাঁচ পুলিশকে আহত করে শাহ আলমকে ছিনিয়ে নিয়ে যান। এই গ্রেফতারে গ্রামবাসী ও আওয়ামী লীগ সমর্থকরা ডিবি পুলিশকে সহায়তা করেছেন- অভিযোগ তুলে গতকাল দুপুরে কয়েকশ’ জামায়াত-শিবির কর্মী একযোগে আমদই পাটেরপুকুর গ্রামে প্রবেশ করে স্থানীয় শাহাদত ও একবরের বাড়িতে আগুন ধরিয়ে দেন। তারা তবিবর, ইছাহাক, বাবলু, জহুরুল, ইসমাইলের বাড়িসহ দুটি দোকানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন এবং ককটেল বিস্ফোরণ ঘটান। এ সময় হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে ইছাহাক, মফেলা, তানজিনা, রওশন আরা, কুলসুম বেগম গুরুতর আহত হন। এক পর্যায়ে জয়পুরহাট থেকে পুলিশ ও র‌্যাব সদস্যরা এসে ফাঁকা গুলি ছুড়লে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান। পুলিশ এ সময় পায়ে গুলি করে দুই জামায়াত কর্মী আহসান হাবিব (২২) ও নজরুল ইসলামকে (২৮) আটক করে। জানা গেছে, জামায়াত-শিবিরের তাণ্ডবের সময় ১০ গ্রামবাসী আহত হয়েছেন। তাদের জয়পুরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সর্বশেষ খবর