বুধবার, ২২ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

এরশাদকে প্রচারে নিষেধাজ্ঞা খালেদার বিষয়ে সতর্কতা

এরশাদকে প্রচারে নিষেধাজ্ঞা খালেদার বিষয়ে সতর্কতা

প্রধানমন্ত্রীর বিশেষ দূত হওয়ায় জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সিটি নির্বাচনে দল সমর্থিত প্রার্থীর পক্ষে ভোট চাইতে যেতে পারবেন না বলে তাকে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। আর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সরকারি কোনো পদে না থাকায় প্রচারের সুযোগ থাকলেও গাড়িবহর নিয়ে যাওয়ায় জনসাধারণের চলাচল বিঘ্নিত হওয়ার বিষয়ে সতর্ক করা হয়েছে। গতকাল ঢাকা দক্ষিণের রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার  মোর্শেদ বলেন, শীর্ষ নেতাদের নিয়ে প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে সতর্ক থাকতে মেয়র প্রার্থী ও তাদের নির্বাচনী এজেন্টদের বলা হয়েছে। তিনি বলেন, রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে প্রার্থীর পক্ষে প্রচারণার সময় সম্প্রতি রাস্তাঘাট বন্ধ ও গাড়িবহর ব্যবহারের বিষয়টি নজরে এসেছে, যা আচরণবিধি পরিপন্থী। সোমবার  মেয়র প্রার্থীদের প্রতিনিধিদের নিয়ে বৈঠকের কথা জানিয়ে এই নির্বাচনী কর্মকর্তা বলেন, বিদ্যমান পরিস্থিতিতে ভালোভাবে বিধি মেনে প্রচারণার নির্দেশনা দিয়েছি। সেই সঙ্গে ভোটের ফল সংগ্রহ পর্যন্ত সংশ্লিষ্ট বিষয়ে পরামর্শ  দেওয়া হয়েছে তাদের। প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদকে দল সমর্থিত প্রার্থীর পক্ষে আর প্রচারণায় অংশ না  নেওয়ার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন বলে মিহির জানিয়েছেন।
তিনি বলেন, জাপা চেয়ারম্যান ইতিমধ্যে কয়েকটি সভায় অংশ নিয়েছেন, প্রার্থীর পক্ষে প্রচারণা করেছেন। সরকারি সুবিধাভোগী ব্যক্তি হিসেবে তাকে প্রচারণা থেকে বিরত থাকার অনুরোধ করেছি আমরা। জাপা চেয়ারম্যান ইতিমধ্যে এ বিষয়ে অবগত হয়েছেন বলেও জানান তিনি। ঢাকা উত্তরের রিটার্নিং কর্মকর্তা মো. শাহ আলম বলেছেন, তার নির্বাচনী এলাকায় এখনো পর্যন্ত এ ধরনের কোনো অভিযোগ আসেনি। বিধি লঙ্ঘন করলে কাউকে ছাড়  দেওয়া হবে না। ঢাকা উত্তর সিটি করপোরেশনে দল সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে প্রচার চালাতে গিয়ে খালেদা জিয়া বাধার মুখে পড়েন।

 

সর্বশেষ খবর