বুধবার, ২২ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

প্রধানমন্ত্রীর তহবিলে ১০৮ কোটি টাকা অব্যবহৃত : টিআইবি

সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য গঠিত প্রধানমন্ত্রীর তহবিলের ১০৮ কোটি টাকাই অব্যবহৃত রয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। শুধু তাই নয়, এই তহবিলের অর্থ বণ্টনের ক্ষেত্রে স্বচ্ছতার অভাব ও দীর্ঘসূত্রতার অভিযোগ এনেছে টিআইবি। গতকাল ধানমন্ডির কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। রানা প্লাজা ধসের ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রধানমন্ত্রীর তহবিলে সংগৃহীত ১২৭ কোটি টাকার মধ্যে প্রায় ১০৮ কোটি টাকাই অব্যবহৃত রয়েছে। আর ব্যবহার করা হয়েছে মাত্র ১৯ কোটি টাকা। সেটাও যথাযথভাবে ব্যবহার করা হয়নি। সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত একটি প্রতিবেদন তুলে ধরেন সংস্থাটির সহকারী কর্মসূচি ব্যবস্থাপক নাজমুল হুদা। পরে এ বিষয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সুলতানা কামাল ও নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। প্রতিবেদনে বলা হয়, রানা প্লাজায় ডোনারস ট্রাস্ট ফান্ডে ক্রেতা ও অন্যান্য আন্তর্জাতিক সংগঠন থেকে প্রাপ্ত অর্থের পরিমাণ প্রায় ১৯ মিলিয়ন মার্কিন ডলার। এ ছাড়া প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রদানের পরিমাণ প্রায় ২ দশমিক ৪৮ মিলিয়ন মার্কিন ডলার। আর প্রধানমন্ত্রীর তহবিলে সংগৃহীত অর্থের পরিমাণ প্রায় ১৬ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১২৭ কোটি টাকা)। এর মধ্যে অব্যবহৃত রয়ে গেছে প্রায় ১৪ মিলিয়ন মার্কিন ডলার (১০৮ কোটি টাকা)। এতে এ দুর্ঘটনার দুই বছর পেরিয়ে গেলেও যারা ক্ষতিপূরণ পেয়েছেন তাদের তালিকা এখনো প্রকাশ করা হয়নি। বণ্টনের ক্ষেত্রে স্বচ্ছতার অভাবের অভিযোগ আছে। এ ছাড়া বণ্টনে দীর্ঘসূত্রতা আছে। ট্রাস্ট ফান্ড পরিচালনা ব্যয় সম্পর্কিত তথ্যও প্রকাশিত হয়নি। এ দুর্ঘটনায় ক্ষতিপূরণপ্রাপ্তদের তালিকা ও ক্ষতিপূরণের পরিমাণ প্রকাশ করার দাবি জানায় টিআইবি। টিআইবি গত বছরের এপ্রিল থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত সময়ে রানা প্লাজা ধস, ক্ষতিগ্রস্তদের সার্বিক বিষয়ে গবেষণা চালিয়ে এ প্রতিবেদন তৈরি করেছে।

সর্বশেষ খবর