বুধবার, ২২ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

খালেদার গাড়িবহরে হামলার ঘটনায় পাল্টাপাল্টি মামলা

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় তেজগাঁও থানায় পাল্টাপাল্টি মামলা হয়েছে।

গত সোমবার রাতে তেজগাঁও থানা আওয়ামী লীগের ২৩ নম্বর ওয়ার্ড সভাপতি জহিরুল হক জিল্লু বাদী হয়ে একটি মামলা করেন (মামলা নম্বর-৩৯)। ওই মামলায় খালেদা জিয়ার নিরাপত্তাকর্মীসহ ১০০ জনকে আসামি করা হয়েছে। একই ঘটনায় গতকাল দুপুরে বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তাবিষয়ক প্রধান সমন্বয়কারী মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর বাদী হয়ে তেজগাঁও থানায় একটি মামলা করেন (মামলা নম্বর-৪০)। ওই মামলায় সরকার সমর্থিত অজ্ঞাত শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম। জহিরুল হক জিল্লুর দায়ের করা অভিযোগে বলা হয়, সোমবার বিকাল পৌনে ৬টায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আনিসুল হক ও ২৬ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী শামীম হাসানের নির্বাচনী প্রচারণায় নামেন স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা। তারা কারওয়ানবাজারে পেট্রোবাংলার সামনে গেলে বিএনপি চেয়ারপারসনসহ তার গাড়িবহর একই স্থানে উপস্থিত হয়। এ সময় তারা উত্তর সিটি নির্বাচনের আরেক মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে বিভিন্ন ধরনের উত্তেজনাকর কথাবার্তা বলেন। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। তিনি উল্লেখ করেন, 'এ অবস্থায় বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে থাকা সিএসএফ সদস্যরা আমাকে লক্ষ্য করে ছয় রাউন্ড গুলি ছোড়েন। লক্ষ্যভ্রষ্ট হওয়ায় গুলি আমার শরীরে লাগেনি। তবে তারা আমাকে হত্যার চেষ্টা করেছিলেন।' অপরদিকে বিএনপির অভিযোগে বলা হয়, ওতপেতে থাকা সরকার সমর্থিত সন্ত্রাসীরা পূর্ব-পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে এবং তার সঙ্গে থাকা নেতাকর্মীর ওপর হামলা চালায়।

সর্বশেষ খবর