বুধবার, ২২ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা
অষ্টম কলাম

৬০৩ কিলোমিটার গতিতে চলল ট্রেন

সবচেয়ে দ্রুত গতিতে ট্রেন চালাল জাপান। ট্রেনটির সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় ৬০৩ কিলোমিটার বা ৩৭৪ মাইল। গত সপ্তাহে এই ট্রেনেরই আরেকটি পরীক্ষামূলক চালনায় গতি ছিল ঘণ্টায় ৫৯০ কিলোমিটার। পরীক্ষামূলকভাবে মাউন্ট ফুজির কাছে এই ট্রেন চালানো হয়। যে প্রযুক্তির সাহায্যে ট্রেনটি চালানো হয়েছে তাকে বলা হয় ম্যাগনেটিভ লেভিটেশন বা ম্যাগলেভ। এ প্রযুক্তিতে বিদ্যুতায়িত চুম্বকের সাহায্যে ট্রেনটি ট্র্যাকের ওপর বাতাসে ঝুলে থেকে ছুটতে থাকে। জাপানের রেল পরিবহন কোম্পানি সেন্ট্রাল জাপান রেলওয়ে চাইছে রাজধানী টোকিও এবং মধ্যাঞ্চলীয় শহর নাগোয়ার মধ্যে এ ট্রেন সার্ভিস চালু করতে। এটা করতে আরও ১০ বছর সময় লাগতে পারে। সার্ভিসটি চালু হলে ২০৮ কিলোমিটার দূরের এই দুটি শহরের মধ্যে যাতায়াত করতে সময় লাগবে মাত্র ৪০ মিনিট। বর্তমানে তার প্রায় দ্বিগুণ সময় লাগে এই পথ পাড়ি দিতে। বিবিসি অনলাইন

সর্বশেষ খবর