মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

বাংলাদেশের সহায়তা চায় নেপাল

ভূমিকম্পে ভয়াবহ ক্ষয়ক্ষতির পর বাংলাদেশের জনগণের কাছে সাহায্য-সহযোগিতার উন্মুক্ত আহ্বান জানিয়েছে ঢাকার নেপালি দূতাবাস। গতকাল এক নোটিসের মাধ্যমে নেপালের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এই সাহায্য দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।
দূতাবাস জানিয়েছে, নির্ধারিত কয়েকটি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সরাসরি নেপালে অর্থ সহযোগিতা পাঠানো যাবে। ব্যাংক অ্যাকাউন্টগুলো হলো এভারেস্ট ব্যাংক লিমিটেড, প্রাইম মিনিস্টার রিলিফ ফান্ড, অ্যাকাউন্ট নং- ০০১০১১০২২০০০১২ এবং ০০১০০১০৫২০০২৭০; গ্লোবাল ব্যাংক লিমিটেড, অ্যাকাউন্ট নং- ০৪১১০১০০০০০০৫; নেপাল বাংলাদেশ ব্যাংক লিমিটেড, অ্যাকাউন্ট নং- ০৩৫১৪১ সি; নেপাল ব্যাংক লিমিটেড, অ্যাকাউন্ট নং- ০০২-১১-০৫৩৩১৩; স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক লিমিটেড, অ্যাকাউন্ট নং- ০১-০১৩২৪৩৮-০১। এসব অ্যাকাউন্টে টাকা পাঠানোর পর ব্যাংক রশিদ ও টাকা পাঠানো সংক্রান্ত একটি চিঠি নেপাল দূতাবাসের ঠিকানায় পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে। দূতাবাসের ওয়েবসাইটে কৃতজ্ঞতা হিসেবে অর্থসহায়তাকারীদের নাম প্রকাশ করা হবে। এ ছাড়া দূতাবাসের মাধ্যমে তাঁবু, ওষুধ, খাদ্যসহ অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যাদিও পাঠানো যাবে। এগুলো পাঠানোর ঠিকানা- নেপাল দূতাবাস, বারিধারা কূটনৈতিক এলাকা, ঢাকা-১২১২। দূতাবাস আরও জানিয়েছে, নেপাল সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এখন মূলত উদ্ধার তৎপরতার জন্য প্রযুক্তি, চিকিৎসক দল, মৃতদেহের ব্যাগ, তাঁবুভিত্তিক হাসপাতাল স্থাপনের প্রয়োজনীয় সামগ্রী, ভারী বস্তু সরানোর সামগ্রী এবং যোগাযোগের জন্য হেলিকপ্টারের অভাবের কথা জানিয়েছে। আগ্রহী সাহায্য দাতাদেরকে আগে বড়হফযধশধ-ফযধশধ.হবঃ ই-মেইল ঠিকানায় একটি তালিকা পাঠাতে বলা হয়েছে।

সর্বশেষ খবর