মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

ফিরতে উদগ্রীব নেপালে থাকা বাংলাদেশিরা

ফিরেছেন তিন শতাধিক

নেপালে থাকা বাংলাদেশিরা ফিরতে উদগ্রীব হয়ে কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করছেন। হটলাইন নম্বরে যোগাযোগের পাশাপাশি সরাসরি দূতাবাসেও যোগাযোগ করছেন তারা। দূতাবাস ঢাকায় ফিরে আসার বিষয়ে সব ধরনের সহযোগিতাও করছে। ইতিমধ্যেই ফিরেও এসেছেন নেপালে থাকা বাংলাদেশের নারী ফুটবল দলের সদস্যসহ প্রায় তিন শতাধিক বাংলাদেশি। নেপাল থেকে জাওয়াদুল হক নামের এক বাংলাদেশি ছাত্র টেলিফোনে বলেন, যে বাড়িতে থাকতাম ভূমিকম্পে সেটি পুরোপুরি ধসে পড়েছে। আসবাবপত্রসহ কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি। এখন রাস্তায় আছি, তবুও আতঙ্ক কখন আবার ভূমিকম্প হয়। এখন দেশে ফিরে যাওয়াই উত্তম মনে করছি। তাই দূতাবাসে গিয়েছিলাম। দূতাবাস বলেছে, ভিসা যেহেতু আছে তাহলে টিকিট কেটে সরাসরি চলে যাওয়া যাবে। তারপরও অন্য কোনো সহযোগিতা লাগলে দূতাবাসকে জানাতে বলেছে। দূতাবাস সূত্র জানিয়েছে, নেপালে সাত দিনের জরুরি অবস্থা চলছে। এখানে পর্যটক হিসেবে বেশ কিছু বাংলাদেশি ছিলেন। এর মধ্যে লাস্ট রিসোর্ট নামের একটি পর্যটন কেন্দ্রে থাকা ১৬ বাংলাদেশির মধ্যে পাঁচজন ইতিমধ্যেই দেশে ফিরেছেন। আরেকটি পর্যটন কেন্দ্রে তিনজন নারী ঘর চাপা পড়ে আহত হয়েছেন। পরে তারা সেখান থেকে ১১ কি.মি. দূরে হেঁটে গিয়ে নিরাপদ স্থানে অবস্থান করছেন। দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছেন। কিন্তু সেখানে হেলিকপ্টারে যাওয়া ছাড়া আর কোনো ব্যবস্থা নেই। তবে যোগাযোগের চেষ্টা চলছে। অন্যদিকে, ভূমিকম্পের উৎপত্তিস্থল কোদারি নামক স্থান থেকে পাঁচ বাংলাদেশিকে হেলিকপ্টারে উদ্ধার করা হয়েছে। এখনো সেখানে ১০ জনের বেশি বাংলাদেশি আছেন বলে দূতাবাসে জানানো হয়েছে। এ ছাড়া এভারেস্ট বেস ক্যাম্পে থাকা ডাচ বংশোদ্ভূত এক বাংলাদেশির কোনো খবর পাওয়া যাচ্ছে না।
এদিকে কাঠমান্ডু এয়ারপোর্টে নিয়মিত ফ্লাইটগুলোর সবগুলো চলছে না। শুধু ত্রাণ থাকা বিমানগুলোই নামতে দিয়েছে এয়ারপোর্ট কর্তৃপক্ষ। এ জন্য সেখানে রবিবার বাংলাদেশ বিমানের ফ্লাইটও নামতে দেওয়া হয়নি। পরে সরকারের পাঠানো ত্রাণ নিয়ে ফ্লাইট কাঠমান্ডু পৌঁছালে সেই ফ্লাইটে বাংলাদেশিদের ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। বাকিরা ফিরেছেন সামরিক বিমানে। অন্যদিকে বাংলাদেশের বিমানবন্দর ব্যবহার করে কোনো রাষ্ট্র নেপালে ত্রাণ পাঠাতে চাইলে বাংলাদেশ সেই অনুমোদন দেবে বলে গতকাল মন্ত্রিসভায় সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সর্বশেষ খবর