মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

মির্জা আব্বাসের জামিনের শুনানি ৪ মে

দুর্নীতি ও নাশকতার তিন মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী মির্জা আব্বাসের জামিন আবেদনের ওপর শুনানি পিছিয়েছে। তিন মামলায় জামিন আবেদনের এ শুনানি অনুষ্ঠিত হবে ৪ মে। গতকাল আব্বাসের আইনজীবীদের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের দুটি বেঞ্চ পৃথকভাবে এ আদেশ দেন। আদালতে আব্বাসের পক্ষে ছিলেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। রাজধানীর পল্টন ও মতিঝিল থানায় পুলিশের করা দুই মামলায় জামিনের শুনানির জন্য বিচারপতি রুহুল কুদ্দুসের একক হাইকোর্ট বেঞ্চ শুনানির নতুন দিন ধার্য করেন। এ ছাড়া শাহবাগ থানায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় জামিনের আবেদনের শুনানির জন্য বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী এবং বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ নতুন তারিখ ধার্য করেন।

সর্বশেষ খবর