মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

হাইকোর্টের দুই বিচারপতির কাছে ব্যাখ্যা চাইলেন আপিল বিভাগ

হাইকোর্টের একটি রায়ে আপিল বিভাগের দেওয়া রায়ের সমালোচনা করায় সে বিষয়ে হাইকোর্ট বিভাগের দুই বিচারপতির কাছে ব্যাখ্যা চেয়েছেন আপিল বিভাগ। গতকাল প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এক আদেশে এ ব্যাখ্যা জানতে চান। ১১ মে’র মধ্যে ওই দুই বিচারপতিকে তাদের ব্যাখ্যা দিতে বলা হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম গতকাল নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেন, ‘হাইকোর্টের একটি রায়ে আপিল বিভাগের একটি রায়ের ওপর মন্তব্য করায় আপিল বিভাগ স্বতঃপ্রণোদিত হয়ে দুজন  বিচারপতির বিষয়ে আদেশ দিয়েছেন। কী আদেশ দিয়েছেন তা আমি জানি না। তবে সম্ভবত অসন্তুষ্ট হয়েছেন। ১১ মে এ বিষয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।’ ওই দুই বিচারপতির নাম প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘সেই বিচারপতিদের নাম আমি বলতে পারব না।’

 

সর্বশেষ খবর