মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

ভূমিকম্প-পরবর্তী উদ্ধার কার্যক্রম নিয়ে সরকারের পদক্ষেপ কী : হাইকোর্ট

দেশে ভূমিকম্প-পরবর্তী উদ্ধার কার্যক্রম নিয়ে উচ্চ আদালতের রায় সম্পর্কে সরকার কী পদক্ষেপ নিয়েছে, সে বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একটি আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। তিনি সাংবাদিকদের জানান, ২০০৯ সালের ২৯ জুলাই ভূমিকম্প-পরবর্তী উদ্ধারকাজে সহায়ক বিভিন্ন যন্ত্রাংশ কেনার ব্যাপারে একটি রায় দেওয়া হয়। ওই রায়ের আলোকে প্রয়োজনীয় সব যন্ত্রাংশ সরকার কেনেনি। কী কী যন্ত্রাংশ কেনা হয়েছে সে বিষয়ে একটি প্রতিবেদন ১২ মে'র মধ্যে আদালতে দাখিল করতে বলা হয়েছে।

সর্বশেষ খবর