মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা
ডাকাতদের বাড়িঘরে আগুন

টাঙ্গাইলে বাবাকে বেঁধে রেখে ২ মেয়েকে ধর্ষণ

টাঙ্গাইলে ডাকাতির সময় বাবাকে বেঁধে রেখে দুই মেয়েকে গণধর্ষণ করেছে একদল ডাকাত। ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের যমুনা নদীর চরে ১৩ এপ্রিল রাতে এ ঘটনা ঘটে। বিলম্বে পাওয়া এ খবরে উত্তেজিত জনতা গতকাল দুপুরে নৌ ডাকাত সরদার আসাদুলসহ অন্য সহযোগীদের বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। ঘটনার ব্যাপারে জানা গেছে, গাবসারা ইউনিয়নের বেলটিয়াপাড়া গ্রামের জনৈক কৃষকের দুই মেয়ে গাজীপুর থেকে ১৩ এপ্রিল বাড়ি ফিরছিলেন। তারা একটি পোশাক কারখানার কর্মী। গাজীপুর থেকে সন্ধ্যায় তারা গোবিন্দাসী নৌ ঘাটে পৌঁছেন। তাদের নিয়ে যেতে বাবা ওই গ্রামের আকাব্বরের ছেলে সুজালের (২৮) নৌকা ভাড়া করেন। তারা নৌকায় করে বাড়ি ফিরছিলেন। এক পর্যায়ে রামপুর এলাকায় পৌঁছালে নৌকাচালক সুজালের যোগসাজশে ডাকাত সরদার আসাদুলের নেতৃত্বে নজরুল, রকমান ও সাইদুল নৌকার গতিরোধ করে। ডাকাতরা মেয়েদের কাছে থাকা নগদ টাকা ও সোনার অলঙ্কার ছিনিয়ে নেয়। পরে বাবাকে হাত-পা বেঁধে রেখে তারা দুই মেয়েকে চরের ভিতর নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। পরে ডাকাতদল এই বলে শাসিয়ে যায়, এ ঘটনা জানাজানি করলে ধর্ষিতা দুই মেয়ে, তার বাবাসহ পরিবারের সবাইকে হত্যা করা হবে। ফলে প্রাণভয়ে পরিবারের কেউ ঘটনা সম্পর্কে কাউকে জানাননি। কিন্তু একপর্যায়ে বিষয়টি এলাকাবাসীর মধ্যে জানাজানি হয়ে যায়। অবশেষে গ্রামবাসীর সহায়তায় ধর্ষিতার বাবা রবিবার রাতে বাদী হয়ে ভূঞাপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। এদিকে বিক্ষুব্ধ এলাকাবাসী গতকাল দুপুরে ধর্ষক ডাকাত সরদার আসাদুলের বাড়িসহ অন্য তিন ডাকাতের বাড়িঘর ও তাদের ব্যবহার করা নৌকা আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। এ ব্যাপারে গাবসারা ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনির বলেন, উত্তেজিত এলাকাবাসী ধর্ষকদের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ ফজলুল কবির বলেন, আসামিদের গ্রেফতারে সবরকম চেষ্টা চলছে।

সর্বশেষ খবর