মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

গভীর রাতে ভোটকেন্দ্রে উত্তেজনা, কাউন্সিলর প্রার্থীসহ আটক ১৫

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আফরোজ এ হাবিবসহ ১০ জনকে আটক করেছে পুলিশ। এদিকে, ১২ নম্বর ওয়ার্ডের প্রার্থী রুনু আক্তারের মেয়ে শারফিন আক্তারসহ পাঁচজনকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, শারফিনসহ আটকরা মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে ভোট চেয়ে টাকা বিতরণ করছিলেন।
গতকাল রাতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ড থেকে জালভোট প্রদানের প্রতিবাদ করায় কাউন্সিলর প্রার্থী আফরোজ এ হাবিবসহ ১০ জনকে আটক করে পুলিশ। এর আগে হাবিব বলেন, কালাচাঁদপুর হাইস্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র দখল করে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী জাকির হোসেন বাবুলের (ঠেলাগাড়ি) সমর্থকরা ব্যালটে সিল মারছিল। এ সময় প্রতিবাদ করলে সংঘর্ষের ঘটনা ঘটে। গুলশান থানার এসআই মোস্তাফিজুর রহমান জানান, ভোট কেন্দ্রে গিয়ে হট্টগোল করায় তাদের আটক করা হয়েছে। জানা গেছে, এ ঘটনায় পুলিশের গুলি ও লাঠিচার্জে চারজন আহত হন। ১২ নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রুনু আক্তারকে নির্বাচনের মাঠ থেকে সরাতেই তার মেয়ে শারফিনকে আটক করা হয়েছে। এর আগে রুনু আক্তার ও তার মেয়ে শারফিন পুলিশি হয়রানির অভিযোগ করেছিলেন। মিরপুর থানার ওসি সালাউদ্দিন খান জানান, তাবিথ আউয়ালের পক্ষে ভোট চেয়ে টাকা বিলানোর অভিযোগ শারফিনসহ পাঁচজনকে আটক করা হয়েছে। গতকাল রাতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উত্তরা ১ নম্বর ওয়ার্ডে দুই কাউন্সিলরের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। উত্তরা ১৪ নম্বর সেক্টরে জহুরা মার্কেটের সামনে মামুন সরকার (মিষ্টি কুমড়া) ও ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেনের (ঘুড়ি মার্কা) সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ ঘটে।
 

সর্বশেষ খবর