বুধবার, ৬ মে, ২০১৫ ০০:০০ টা
তিন সিটি করপোরেশনের নতুন যাত্রা

পরিচ্ছন্নতা থাকবে প্রথম পদক্ষেপ

খোকন

পরিচ্ছন্নতা থাকবে প্রথম পদক্ষেপ

ঢাকা দক্ষিণের সদ্য নির্বাচিত মেয়র সাঈদ খোকন বলেছেন, মেয়র হিসেবে শপথ নিয়ে প্রথম পদক্ষেপ হবে ঢাকাকে জঞ্জালমুক্ত করা। এর মধ্যে যানজট মুক্তকরণ, রাস্তাঘাট-অলিগলির ড্রেন, ময়লা-আবর্জনা মুক্ত করতে যা যা করণীয় তা করা হবে। সড়কের ওপর ময়লার দুর্গন্ধ নিয়ে নাগরিকের যেন ভোগান্তি না হয় সে বিষয়ে পদক্ষেপ নেব। আধুনিক ঢাকা নগরী গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা চালাব। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে এক সাক্ষাৎকারে সাঈদ খোকন এসব কথা বলেন।

তিনি বলেন, সিটি করপোরেশনের দায়িত্ব দিয়ে মানুষ আমাকে ভোট দিয়েছেন তাদের সেবা করার জন্য। প্রথম পদক্ষেপ বলে কিছু না থাকলেও মানুষের কাছে যেন প্রতীয়মান হয়- এমন কিছু আমি করে দেখাতে চাই। দক্ষিণ সিটিতে নানাবিধ সমস্যা রয়েছে। এর মধ্যে বর্জ্য ব্যবস্থাপনায় মারাত্মক ঘাটতি রয়েছে। এ ঘাটতি যেন না থাকে সেটাকে কার্যকর পদক্ষেপ নিয়ে আগামী কয়েক মাসের মধ্যে সমাধানের চেষ্টা করব। সবার আগে আমি দায়িত্ব নেওয়ার পর নগর পরিকল্পনাবিদ, বিশেষজ্ঞ, জনপ্রতিনিধি ও বুদ্ধিজীবীদের সঙ্গে 'ঢাকা সংলাপ' আয়োজন করে বিস্তারিত কর্মপরিকল্পণা গ্রহণ করব। সবার মতামত নিয়ে উন্নয়ন পরিকল্পনা অনুযায়ী পদক্ষেপ নেব। তিনি বলেন, রাজধানীর অন্যতম সমস্যা হিসেবে যানজট নিরসনকে প্রথম অগ্রাধিকার বিবেচনা করে কাজ করব। ঢাকা একটি প্রাচীন জনপদ। মায়া-মমতায় ঘেরা একটি শহর। আমি পৃথিবীর বহু শহরে গিয়েছি। কিন্তু ঢাকার মতো জীবন-যাপন, রীতিনীতি কোথাও পাইনি। সেই ঢাকাকে আমি একটি বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলব। ঢাকাবাসীকে সম্মানের আসনে অধিষ্ঠিত করব। তিনি বলেন, আমরা জানি আমাদের সমস্যা কোথায়। বাইরে থেকে আমাদের সমস্যা কেউ এসে সমাধান করবে না। আমাদের সমস্যা আমাদেরই সমাধান করতে হবে। এর পরের পদক্ষেপ হিসেবে সিটি প্রশাসনের আমূল পরিবর্তন ঘটিয়ে সিটি করপোরেশন যাতে সেবা প্রতিষ্ঠানে পরিণত হয়- তার জন্য বিশেষ পদক্ষেপ থাকবে। আমলাতান্ত্রিকতা কমিয়ে মানুষের সব ধরনের সমস্যা যাতে দ্রুত সমাধান হয়- এমন পদক্ষেপ নেওয়া হবে। কোনো ধরনের আমলাতান্ত্রিকতা থাকবে না দক্ষিণ সিটিতে। প্রয়োজনে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের রদবদল করে দায়িত্ব পুনঃবণ্টন করা হবে। কারও বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে বা দুর্নীতি করার অভিযোগ উঠলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। কর্মপরিবেশ ফিরিয়ে আনতে যা যা করণীয় তাই করা হবে। তিনি বলেন, নাগরিক সনদ, জন্মসনদ, ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন সনদের ক্ষেত্রে মানুষ নানা ধরনের অভিযোগ করেন। আমি দায়িত্ব নিয়ে এ ধরনের কোনো সমস্যা যাতে না থাকে-তার পদক্ষেপ নেব। দক্ষিণ সিটির নির্বাচিত এই মেয়র বলেন, একজন মেয়রের পক্ষে সব সমস্যার সমাধান করা সম্ভব নয়। তবে দল-মত নির্বিশেষে সবার মতামত ও সহযোগিতায় সবার জন্য সুন্দর ও বসবাসযোগ্য ঢাকা উপহার দিতে চাই। আমি যুবক, উদ্যমী। কাজ করার ক্ষমতা রাখি। আমার এই নবযাত্রায় সবার সহযোগিতা চাই, দোয়া চাই। আগামীতে একটি সুন্দর নগরী উপহার দিতে চাই আমি ঢাকাবাসীকে।

 

সর্বশেষ খবর