বুধবার, ৬ মে, ২০১৫ ০০:০০ টা

শপথ আজ মেয়র ও কাউন্সিলরদের

আজ শপথ নিচ্ছেন ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনে নবনির্বাচিত মেয়র এবং কাউন্সিলররা। মেয়রদের শপথ করাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম শপথ করাবেন কাউন্সিলরদের। সকাল ৯টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাদের শপথ অনুষ্ঠিত হবে। নির্বাচিত হওয়ার আট দিনের মাথায় মেয়র ও কাউন্সিলররা শপথ নিচ্ছেন। স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠানের জন্য স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে কারা থাকবেন তা চূড়ান্ত করা হয়েছে এবং অতিথিদের আমন্ত্রণপত্রও পাঠানো হয়েছে। প্রসঙ্গত, গত ২৮ এপ্রিল ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী ঢাকা উত্তরে আনিসুল হক, দক্ষিণে সাঈদ খোকন ও চট্টগ্রামে আ জ ম নাছির উদ্দিন জয়লাভ করেন। নির্বাচনের ফল ঘোষণার ৩৬ ঘণ্টার মধ্যে বৃহস্পতিবার ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী প্রার্থীদের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ঢাকা উত্তরে ৩৬ জন, নারী সংরক্ষিত ওয়ার্ডে ১২ জন, দক্ষিণে ৫৭ জন ও ১৯ জন সংরক্ষিত কাউন্সিল এবং চট্টগ্রামে ৪১ জন কাউন্সিলর ও ১৪ জন সংরক্ষিত কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

সর্বশেষ খবর