বুধবার, ৬ মে, ২০১৫ ০০:০০ টা

স্বচ্ছতা ও সমন্বয় নিশ্চিত করব

নাছির

স্বচ্ছতা ও সমন্বয় নিশ্চিত করব

প্রথমেই স্বচ্ছতা ও সমন্বয় নিশ্চিতের উদ্যোগ নেবেন চট্টগ্রামের নতুন মেয়র আ জ ম নাছির উদ্দিন। বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, চসিকের দীর্ঘকালীন জড়তা কাটাতে কর্মকর্তা-কর্মচারী ও নগরবাসীর মধ্যে পারস্পরিক আস্থা বাড়াতে প্রয়োজন স্বচ্ছতা ও সমন্বয়। জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে প্রাথমিক পদক্ষেপ প্রসঙ্গে চট্টগ্রামের মেয়র বলেন, প্রথমেই নালা-নর্দমা পরিষ্কার ও খালে পানির ধারণ ক্ষমতা বৃদ্ধি ও চট্টগ্রাম বন্দর, পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় করে খালগুলোর মুখে স্লুইচ গেট নির্মাণের মাধ্যমে জোয়ারের পানির প্রবেশ বন্ধ করে জলাবদ্ধতা রোধের প্রাথমিক ব্যবস্থা নেওয়া হবে। এক প্রশ্নের জবাবে আ জ ম নাছির বলেন, 'ক্লিন এবং গ্রিন সিটি করতে যা যা করা দরকার সবই করার ইচ্ছা রয়েছে। এটি করতে হলে দীর্ঘকালীন পুরনো একটি চক্রের তৎপরতা বন্ধ করা প্রয়োজন।'নগরবাসীর অভিযোগের ভিত্তিতে এ চক্র সম্পর্কে বলতে যেয়ে নতুন এ মেয়র বলেন, অভিযোগ পেয়েছি, পরিচ্ছন্নতা বিভাগের অনেকে চাকরি না করেই করপোরেশন থেকে বেতন নিচ্ছেন। তাদের এ তৎপরতা বন্ধ করে নিয়মিত নজরদারি করা হবে। তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে থাকছে 'জিরো ট্রলারেন্স'। কাজে গাফেলতি ও দুর্নীতি পেলেই বরখাস্ত করা হবে। নাছির বলেন, শপথ গ্রহণ শেষে যখনই দায়িত্ব পাই না কেন, এলাকায় এলাকায় গিয়ে সাধারণ মানুষের মতামত নিয়ে সমস্যা চিহ্নিত করে সমাধানের উপায় বের করব। কর্মপদ্ধতি নির্ধারণ করব। নগরের অন্য সেবা ও উন্নয়ন সংস্থার সঙ্গে অন্তত তিন মাসে হলেও সমন্বয় সভা করে সমন্বিত পদক্ষেপ নেব। আর এভাবেই নগর চট্টগ্রামকে ঢেলে সাজাতে পারবেন বলে আশাবাদী চট্টগ্রামের নতুন মেয়র।

 

সর্বশেষ খবর