বুধবার, ২৭ মে, ২০১৫ ০০:০০ টা

ভেজাল ওষুধ তৈরির কোম্পানি বন্ধে সুপারিশ

ভেজাল ওষুধ উৎপাদনকারী সব কোম্পানি বন্ধ করে দেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একই সঙ্গে রেজিস্ট্রেশন ছাড়া যেসব ফার্মেসি ওষুধ বিক্রি করছে, তাদের নতুনভাবে রেজিস্ট্রেশন দেওয়ার জন্য গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশের জন্য সুপারিশ করা হয়। সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম, প্রতিমন্ত্রী জাহিদ মালেক, ইউনুস আলী সরকার এবং সেলিনা বেগম বৈঠকে অংশ নেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। কমিটি সূত্র আরও জানায়, বৈঠকে গত ৭-৮ বছর যাবৎ ফার্মাসিস্টদের রেজিস্ট্রেশন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করা হয়। কমিটি ফার্মেসি কাউন্সিল থেকে নন-রেজিস্টার্ড ফার্মাসিস্টদের প্রভিশনাল সার্টিফিকেট প্রদানের সুপারিশ করে। একই সঙ্গে প্রথম শ্রেণীর অকুপেশনাল থেরাপিস্ট পদগুলো সাধারণ ডাক্তার দিয়ে প্রেষণে পূরণ না করে, এই পদে দ্রুত নিয়োগদানের সুপারিশ করে। এছাড়া অটিজম ও øায়ু রোগীর সঠিক চিকিৎসার্থে গ্রাজুয়েট স্পেশালিস্ট অকুপেশনাল থেরাপিস্ট পদসংখ্যা বৃদ্ধি করে এ পদে চিকিৎসক নিয়োগের সুপারিশ করা হয়।

সর্বশেষ খবর