বুধবার, ২৭ মে, ২০১৫ ০০:০০ টা
অষ্টম কলাম

কর্মচারীদের জিম্মি করে পালাল মাদকাসক্তরা

বরিশালের একটি বেসরকারি মাদক নিরাময় কেন্দ্রের চার কর্মচারীকে মারধর ও জিম্মি করে পালিয়েছে চিকিৎসারত ২২ মাদকাসক্ত। গতকাল সকালে নগরীর সিঅ্যান্ডবি রোডের হলিকেয়ার মাদকাসক্ত নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কেন্দ্রের কর্মচারী সবুজ কুমার ওঝা, রাশেদুজ্জামান, মো. নূরুজ্জামান ও ইমানুল হক আহত হন। এদিকে পালিয়ে যাওয়া ২২ জনের মধ্যে ৫ জন কিছুক্ষণ পর ফিরে এসেছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ। জানা যায়, নিরাময় কেন্দ্রের কর্মচারী সবুজ কুমার ওঝা ও রাশেদুজ্জামান ঘুমিয়ে ছিলেন। হঠাৎ চিকিৎসাধীন কয়েকজন তাদের হাত-মুখ বেঁধে এলোপাতাড়ি মারধর করতে থাকে। একপর্যায়ে তাদের জিম্মি চাবি নিয়ে ফটক খুলে পালিয়ে যায়। এতে তারা ৪ স্বেচ্ছাসেবক আহত হন। অন্যদিকে এখনো পলাতক থাকা ১৭ রোগীর স্বজনরা খবর পেয়ে ওই কেন্দ্রে এসে ভিড় করেন। তারা তাদের সন্তানের পরিণতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

সর্বশেষ খবর