বুধবার, ২৭ মে, ২০১৫ ০০:০০ টা

বিশ্বের ক্ষমতাধর নারীর তালিকায় শেখ হাসিনা

বিশ্বের ক্ষমতাধর নারীর তালিকায় শেখ হাসিনা

জনপ্রিয় মার্কিন ম্যাগাজিন ফোর্বস বিশ্বের ক্ষমতাধর ১০০ নারীর তালিকা প্রকাশ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই তালিকার ৫৯ নম্বরে রয়েছেন। বাংলাদেশের একমাত্র তিনিই এই তালিকায় আছেন। যদিও গত বছর একই তালিকার ৪৭ নম্বরে ছিলেন প্রধানমন্ত্রী। গতকাল এ তালিকা প্রকাশ করে ফোর্বস। এবার তালিকার শীর্ষে রয়েছেন জার্মান চ্যান্সেলর এঞ্জেলা মার্কেল, দ্বিতীয় স্থানে আছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এবং তৃতীয় স্থানে আছেন বিল গেটসের স্ত্রী মেলিন্ডা গেটস। ১০ নম্বরে আছেন মার্কিন ফার্স্টলেডি মিশেল ওবামা। তালিকায় ভারতের তিন নারী স্থান পেয়েছেন। তারা হলেন স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক অরুন্ধুতি ভট্টাচার্য (৩০তম), বেসরকারি আইসিআইসিআই ব্যাংকের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক চান্দা কোচার (৩৫তম), বায়ো-ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান বায়োটেকের প্রতিষ্ঠাতা কিরন মজুমদার সাউ (৮৫তম) এবং ইংরেজি দৈনিক হিন্দুস্তান টাইমসের প্রকাশক শোভানা ভারতী (৯৩তম)।
 

সর্বশেষ খবর