রবিবার, ৩১ মে, ২০১৫ ০০:০০ টা

রওশনের ডাকে সাড়া দেননি এরশাদসহ মন্ত্রী-এমপিরা

আসন্ন বাজেট অধিবেশন নিয়ে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ জাতীয় পার্টির সংসদীয় দলের সভা ডাকলেও সে ডাকে সাড়া দেননি পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদ, পার্টির তিন মন্ত্রীসহ অধিকাংশ সংসদ সদস্য। কোরাম পূর্ণ না হওয়ায় ব্যক্তিগত আলাপ-আলোচনা আর খোশগল্প করেই শেষ করতে হয়েছে সংসদীয় দলের গুরুত্বপূর্ণ এ বৈঠক। এ নিয়ে দলীয় মন্ত্রী, সংসদ সদস্যদের ওপর দারুণ ক্ষিপ্ত রওশন এরশাদ। জানা গেছে, আসন্ন বাজেট উপলক্ষে ছায়া বাজেটের ধরন কী হবে, কী প্রস্তাবনা থাকবে এ নিয়ে সংসদীয় দলের বৈঠক ডাকেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। শনিবার বিকাল সাড়ে ৪টায় জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার কক্ষে এ বৈঠক ডাকা হয়। বৈঠকে উপস্থিত থাকতে দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ, মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুসহ ৪০ জন সংসদ সদস্যকে আমন্ত্রণও জানানো হয়েছে। কিন্তু এরশাদ রওশনের দ্বন্দ্বের কারণে মাত্র ১২ জন সংসদ সদস্য ছাড়া পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, পানিসম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গাসহ পার্টির ৪০ সংসদ সদস্যের অধিকাংশই রওশনের ডাকে সাড়া দেননি। কারণ দলের চেয়ারম্যান ওই বৈঠকে না যাওয়ার জন্য দলীয় এমপিদের মানা করেছেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক দুজন এমপি জানান। অথচ দলের চেয়ারম্যান, মহাসচিব, তিন মন্ত্রীসহ সব সংসদ সদস্যই ঢাকায় অবস্থান করছেন। দলীয় কোনো কর্মসূচিও ছিল না শনিবার। সন্ধ্যা ৭টায় বৈঠক শেষে জানা গেছে, এতে উপস্থিত ছিলেন রওশন এরশাদ, বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী, এ বি এম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশিদ, শওকত চৌধুরী, নরুল ইসলাম ওমর, ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ, এম এ হান্নান, ফখরুল ইমাম, সেলিম উদ্দীন, মো. নোমান মিয়া, মেরিনা রহমান, শাহানারা বেগম ও খোরশেদ আরা হক।

সর্বশেষ খবর