শিরোনাম
বৃহস্পতিবার, ৪ জুন, ২০১৫ ০০:০০ টা

আন্তঃদেশীয় সহায়তায় পাচার বন্ধ সম্ভব

মানব পাচারের মতো গুরুতর অপরাধ দ্রুত বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে। তবে একক কোনো দেশের পক্ষে এই অপরাধ দমন করা সম্ভব নয়। আন্তঃদেশীয় পুলিশি সহযোগিতা ও তথ্যের আদান-প্রদান থাকলে দ্রুত এই অপরাধ বন্ধ করা সম্ভব বলে একমত পোষণ করেন ৩৫ দেশের পুলিশ কর্মকর্তারা। গত মঙ্গলবার গুলশানের একটি হোটেলে ‘মানব পাচার ও অভিবাসী চোরাচালান-বিষয়ক আন্তঃদেশীয় পুলিশি সহযোগিতা জোরদারকরণ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে তারা এ মত দেন। বাংলাদেশ পুলিশ, অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ এবং ইউএনডিপির পুলিশ রিফর্ম প্রোগ্রামের সহযোগিতায় দুই দিনব্যাপী এ সম্মেলন আয়োজন করা হয়। সম্মেলনে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ভারত, নেপাল, ফিলিপাইন, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড থেকে মানব পাচার ও অভিবাসী চোরাচালান সম্পর্কিত তদন্তে অভিজ্ঞ ৩৫ জন পুলিশ কর্মকর্তাসহ পুলিশ রিফর্ম প্রোগ্রামের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিয়েছেন। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক-বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী বলেন, মানব পাচার একটি ঘৃণিত কাজ। বাংলাদেশ সরকার এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তবে একটি দেশের পক্ষে পাচারকারীদের এ বিশাল চক্রকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এ জন্য আন্তর্জাতিক পুলিশি সহযোগিতা বৃদ্ধি করে একত্রে কাজ করতে হবে।  পুলিশের ভারপ্রাপ্ত মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, এই অপরাধ দমনে ভুক্তভোগী দেশগুলোর মধ্যে তথ্যের আদান-প্রদান বৃদ্ধি করে আন্তঃদেশীয় পুলিশি নেটওয়ার্ক তৈরি করতে হবে। ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর পলিন টিমেসিস মানব পাচারকে চরম ‘মানবাধিকার লঙ্ঘন’ উল্লেখ করে বলেন, পাচারের শিকার মানুষদের জন্য ইউএনডিপি আঞ্চলিক সহযোগিতা ও কার্যক্রম নিয়েছে। এ ঘটনা তদন্তে ইউএনডিপি সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। স্থল ও বিমান পথে কড়া নজরদারির কারণে সমুদ্রপথে মানব পাচার বেড়েছে বলে মন্তব্য করেছেন পুলিশের অতিরিক্ত আইজি মোখলেসুর রহমান। তিনি বলেন, মানব পাচার প্রতিরোধে সরকারের সংশ্লিষ্ট দফতরগুলো কাজ করে যাচ্ছে।
 ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দফতরে মানব পাচার প্রতিরোধে আলাদা সেল গঠন করা হয়েছে। ২০০৪ সাল থেকে এ পর্যন্ত মানব পাচারের সঙ্গে জড়িত অভিযোগে সাড়ে ৩ হাজার জনকে আটক এবং আড়াই হাজারেরও বেশি মামলা করা হয়েছে। তাদের মধ্যে আটজনের মৃত্যুদণ্ড ও ২৮৮ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর