বৃহস্পতিবার, ৪ জুন, ২০১৫ ০০:০০ টা

চীনে জাহাজডুবি, নিখোঁজ কয়েকশ যাত্রী

চীনের ইয়াংজি নদীতে চার শতাধিক যাত্রী নিয়ে একটি জাহাজ ডুবে গেছে। এ ঘটনায় কয়েকশ মানুষ নিখোঁজ রয়েছেন। উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন নৌবাহিনী ও উদ্ধারকর্মীরা। তবে ক্রমেই এই আশা ক্ষীণ হয়ে আসছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে। প্রচণ্ড ঝড়ো বাতাস ও স্রোতের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। যাত্রীদের বেশিরভাগের বয়সই ৫০ থেকে ৮০ বছর। তাদের অধিকাংশই পর্যটক। গত ৭০ বছরের মধ্যে এটিই চীনের সবচেয়ে বড় নৌ  দুর্ঘটনা। চার শতাধিক যাত্রী নিয়ে সোমবার রাতে পর্যটকবাহী জাহাজ ইস্টার্ন স্টার ডুবে যায়। সাংহাইয়ের নিকটতম নানজিং থেকে জাহাজটি চোকিংয়ে যাচ্ছিল। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধারকারীরা কোনো আশার খবর জানাতে পারেননি। তাদের ধারণা দরজা বন্ধ ও আসবাবপত্র থাকায় দুই শতাধিক যাত্রী কেবিনেই আটকা পড়েছে। বাকিদের জীবিত থাকার সম্ভাবনা নেই। নৌবাহিনীর কমান্ডার হুই দংজি বলেছেন, ‘সাধ্যমতো আমরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছি।’ এদিকে দেশটির যোগাযোগমন্ত্রী বলেন, যতক্ষণ পর্যন্ত জীবিত কাউকে উদ্ধারের সম্ভাবনা থাকবে ততক্ষণ আমরা একশ ভাগ চেষ্টা চালিয়ে যাব।  বিবিসি, এএফপি।

সর্বশেষ খবর