বৃহস্পতিবার, ৪ জুন, ২০১৫ ০০:০০ টা
ফরিদপুরে প্রধান বিচারপতি

মামলা জটে ফেলে মানুষকে হয়রানি করবেন না

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, ‘আমাদের দেশের ৯০ ভাগ মানুষ দরিদ্র। এ দরিদ্র মানুষকে আপনারা মামলার জটে ফেলে হয়রানি করবেন না। তাদের আপনারা সব সময় সহযোগিতা করবেন।’ তিনি বলেন, ‘কোনো বিচারক অনিয়ম করলে আপনারা তাদের কিছু বলবেন না। আমাকে জানাবেন। আমি তাদের বিষয়ে ব্যবস্থা নেব।’ প্রধান বিচারপতি আরও বলেন, ‘আইনজীবী ও বিচারকরা মিলেমিশে কাজ করলে দেশের মানুষ উপকৃত হবে।’ মঙ্গলবার দুপুরে ফরিদপুর আইনজীবী সমিতি মিলনায়তনে আইনজীবীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি এসব কথা বলেন। অ্যাডভোকেট আবদুল কাদের মিয়ার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. নুরুল আলম, সহসাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাফিজ প্রমুখ। এর আগে প্রধান বিচারপাতি ফরিদপুর জজকোর্ট ও আইনজীবী সমিতি ভবন পরিদর্শন করেন।
 

সর্বশেষ খবর