বৃহস্পতিবার, ৪ জুন, ২০১৫ ০০:০০ টা

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীসহ আরও সাত বিশিষ্ট জনকে হুমকি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ ১০ বিশিষ্ট জনকে হুমকি দেওয়ার পর এবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ আরও সাতজনকে হুমকি দেওয়া হয়েছে। মঙ্গলবার ডাকযোগে চিঠি প্রেরণ করে তাদের হত্যার হুমকি দেয় জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম-১৩ এবং আল-কায়েদা। এ ঘটনায় ওই দিনই ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি (নম্বর ৯২) করা হয়েছে। হুমকির শিকার অন্যরা হলেন ইউজিসির সাবেক চেয়ারম্যান ঢাবির ইমেরিটাস অধ্যাপক এ কে আজাদ চৌধুরী, জহুরুল হক হলের প্রাধ্যক্ষ আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন, কলা অনুষদের ডিন অধ্যাপক আখতারুজ্জামান, প্রক্টর অধ্যাপক এ এম আমজাদ, ড. আবু মুসা এম মাসুদুজ্জামান জাকারিয়া ও অভিনেত্রী শমী কায়সার। ঢাবি প্রক্টর এ এম আমজাদ বলেন, ‘মঙ্গলবার খয়েরি রঙের খামের একটি চিঠি পাঠানো হয়। এতে লাল কালিতে আমারসহ সাতজনের নাম লেখা রয়েছে। এ ছাড়া চিঠিতে আমাদের মৃত্যুর জন্য প্রস্তুত হতে বলা হয়েছে। পরে বিশ্ববিদ্যালয় উপাচার্যের পরামর্শে ধানমন্ডি থানায় নিরাপত্তা চেয়ে একটি জিডি করি।
 

সর্বশেষ খবর