বুধবার, ১৭ জুন, ২০১৫ ০০:০০ টা

এবার ঢাকা মাতালেন পরিণীতি চোপড়া

এবার ঢাকা মাতালেন পরিণীতি চোপড়া

ঢাকায় গতকাল ফ্যাশন শোতে পরিণীতি চোপড়া -জয়ীতা রায়

অল্প দিনের ব্যবধানে আবারও ঢাকার দর্শকদের মাতালেন বলিউডি অভিনেত্রী পরিণীতি চোপড়া। আর তাই একটু অন্যভাবেই সাজানো হয়েছিল ঢাকার বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটির পুষ্পগুচ্ছ মিলনায়তনকে। সন্ধ্যা থেকেই দর্শক ও বিভিন্ন ফ্যাশন হাউসের কর্মকর্তাদের পদচারণায় মুখরিত ছিল পুষ্পগুচ্ছ মিলনায়তন। অনুষ্ঠান শুরু হয় রাত ৮টা ৩০ মিনিটে। ১২টি ফ্যাশন হাউস ও ডিজাইনারের পোশাক পরে মঞ্চে একে একে প্রবেশ করেন বাংলাদেশের ২০ মেয়ে ও ১০ জন ছেলে মডেল।  ফ্যাশন হাউসগুলোর মধ্যে ছিল ডিভোন, ইউলো, মোন’স, অ্যামবার, পোশ অ্যান্ড পিংক, জয়েস, মুমু মারিয়া, টোটলি, রেডিয়ান ডিজাইন ইনন্টিটিউট, কোনোজ ইত্যাদি। ততক্ষণে সময় গড়িয়ে যায় প্রায় দুই ঘণ্টা। দর্শকদের চোখ সরে না মঞ্চ থেকে। সবার আগ্রহের কেন্দ্রবিন্দু অভিনেত্রী পরিণীতি চোপড়া। কখন তিনি আসবেন। ঘড়ির কাঁটা তখন ১০টা বেজে ২০ মিনিট, হঠাৎ আলো ঝলকানির মধ্য দিয়ে কালো রঙের একটি পোশাক পরে মঞ্চে শো স্টপার হয়ে প্রবেশ করেন পরিণীতি চোপড়া। দর্শকদের হাততালিতে মুখরিত হয়ে ওঠে মিলনায়তন। তিনি হাতে তুলে নেন মাইক্রোফোন। ‘হ্যালো ঢাকা, আপনারা কেমন আছেন। আমার মনে হচ্ছে আমি আমার দেশে আছি। এখানকার মানুষগুলো অনেক ভালো। সবাইকে আমার পরিবারের মতো মনে হচ্ছে। আমি আবার আসতে চাই এই ঢাকা শহরে।’ তারপর আবার সব মডেল আর পরিণীতির হাত ধরে মঞ্চে প্রবেশ করেন গ্রন অ্যাপল কমিউনিকেশনের ব্যবস্থাপনা পরিচালক সানজিদা লুনা। এরপর বিভিন্ন স্পন্সর কোম্পানির কর্মকর্তাদের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।  উল্লেখ্য, ২০১১ সালে ‘লেডিস ভার্সেস রিকি বেহেল’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু করেন পরিণীতি চোপড়া। তিনি আজ সকালে ঢাকা ত্যাগ করবেন।

সর্বশেষ খবর