বুধবার, ১৭ জুন, ২০১৫ ০০:০০ টা

এবার অভিযোগ সমাজকল্যাণমন্ত্রীর ভাইয়ের বিরুদ্ধে

এবার সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলীর ভাই সৈয়দ লিয়াকত আলীর বিরুদ্ধে কবরস্থানের জমি দখল চেষ্টার অভিযোগ উঠেছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাধানগর এলাকায় গতকাল সকালে তিনি ওই জমি দখল করতে গিয়ে স্থানীয়দের হামলার মুখে পড়েন। তার গাড়িচালক এবং ভাগ্নে সোহেল এ সময় আহত হন। ভাঙচুর করা হয় গাড়ি। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রাধানগরে গিয়ে দেখা যায়, এলাকাবাসী লাঠি নিয়ে বিক্ষোভ করছেন। স্থানীয় বাসিন্দা নাজিম বলেন, ‘সকালে মন্ত্রীর ছোটভাই লিয়াকত আলী লোকজন নিয়ে কবরস্থানের জমি দখল করছেন এমন খবর ছড়িয়ে পড়ে। বিভিন্ন স্থান থেকে ছুটে আসে মানুষ। বিষামনি, ডলুছড়া, রাধানগড় ও দিলবনগড় গ্রামের লোকজন এক হয়ে দখলকারীদের ওপর হামলা চালায়।’ তিনি জানান, এখানে মোট ৩০ শতক জমি ৬০-৭০ বছর ধরে এলাকাবাসী কবরস্থান হিসেবে ব্যবহার করছে। তবে তাপস দেব নামে এক ব্যক্তি বলেন, ‘এখানে আমাদের ৭০ শতক জমি আছে। কবরের জন্য ২০-২২ বছর আগে ১৫ শতক জমি দিয়েছিলাম। সম্প্রতি আরও ১৫ শতক দিয়েছি। আজ আমার জমিতে আমি সাইনবোর্ড লাগিয়েছি। এরপর কী হয়েছে তা আমি জানি না।’ ইউপি সদস্য শফিকুল ইসলাম লিটন বলেন, ‘লিয়াকত সাহেব কবরস্থানের জমিতে রিসোর্ট বানাতে চেয়েছিলেন। এক মাস ধরে তিনি যখনই জমিতে এসে মাপঝোক করছিলেন, আমরা বাধা দিই। এ নিয়ে একাধিক বৈঠকও হয়। কিন্তু আবারও হঠাৎ লোকজন নিয়ে তিনি জমি দখল করতে আসেন।’ সৈয়দ লিয়াকত আলী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘এই এলাকায় আমার রির্সোট করার ইচ্ছা আছে। তবে কবরস্থানের জমি দখল করে নয়। ওই ঘটনার সঙ্গে আমি জড়িত নই। আমি অন্য কাজে গিয়েছিলাম। ফেরার পথে গণ্ডগোল দেখে গাড়ি দাঁড় করেছিলাম। এ সময় আমার ওপর হামলা হয়।’ শ্রীমঙ্গল থানার ওসি আবদুল জলিল বিকালে সাংবাদিকদের জানান, রাধানগরের পরিস্থিতি এখন শান্ত। চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত জায়গাটি যেভাবে আছে সেভাবেই থাকবে। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ মোহাম্মদ ছাইদুল হক বলেন, ‘যেহেতু এটি কবরস্থানের জমি, তাই বিষয়টি স্পর্শকাতর। আমি দুপক্ষকে ২১ জুন সকালে বৈধ কাগজপত্র নিয়ে অফিসে আসতে বলেছি।’

সর্বশেষ খবর