বুধবার, ১৭ জুন, ২০১৫ ০০:০০ টা
পজেটিভ বাংলাদেশ

আকাশে ডানা মেলল বাংলাদেশের ড্রোন

আকাশে ডানা মেলল বাংলাদেশের ড্রোন

এবার আকাশে ডানা মেলল বাংলাদেশের ড্রোন। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মেধাবী ছাত্র সাইফুল ইসলাম সোহেল তৈরি করেছেন চালকহীন এ বিমান বা ড্রোন। তিনি এ ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনের ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র।
গতকাল বাড্ডা ক্যাম্পাসে এর পরীক্ষামূলক উড্ডয়নের মাধ্যমে সবাইকে তাক লাগিয়ে দেন সোহেল। সাইফুল জানান, বন্ধুদের সহযোগিতায় দীর্ঘ পরিশ্রমের মাধ্যমে তিনি ‘ডিওডি-২০১৫’ নামের এই পরীক্ষামূলক ড্রোনটি তৈরি করেছেন। তবে এর ওপর আরও গবেষণার প্রয়োজন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘দেশের উন্নয়ন কাজে এটি ব্যবহার করতে পারলে স্বার্থক হবে।’ সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান ড. আবদুল বাসেত জানান, সাইফুলের আবিষ্কৃত ড্রোনটি দুই কিলোমিটার পর্যন্ত উপরে উঠতে পরে। এটি দিয়ে কার্বন-ডাই-অক্সাইডের ঘনত্ব মাপা যায়, আবার তাপমাত্রাও পরিমাপ করা সম্ভব। ফলে ড্রোনটি বাণিজ্যিকভাবে কাজে লাগানো যেতে পারে। প্রদর্শনী শেষে বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ডা. মুহাম্মদ শহিদুল কাদির পাটোয়ারী বলেন, সাইফুল যদি ড্রোনটি নিয়ে আরও উন্নত গবেষণা করতে চায় তাহলে আমরা তাকে সর্বাত্মক সহযোগিতা করব। অসচ্ছল পরিবারের সন্তান সাইফুলের বাবা কুমিল্লার ঊষা জুটমিলের শ্রমিক।

 

সর্বশেষ খবর