শিরোনাম
শুক্রবার, ৩ জুলাই, ২০১৫ ০০:০০ টা

ভালো-মন্দে বগুড়ার রাজনীতি

পাঁচজনের কমিটি দিয়েই চলছে আওয়ামী লীগ

সম্মেলনের প্রায় ছয় মাস অতিবাহিত হলেও পূর্ণাঙ্গ কমিটি গঠন হয়নি বগুড়া জেলা আওয়ামী লীগের। পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি দিয়েই সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছে ক্ষমতাসীন দলটি। জেলা আওয়ামী লীগে পদ পেতে দলের সিনিয়র নেতা-কর্মীরা প্রত্যাশায় থাকলেও কমিটি গঠনে আপাতত কোনো সুসংবাদ নেই। ১০ বছর পর ২০১৪ সালের ১০ ডিসেম্বর বগুড়া জিলা স্কুল মাঠে জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে পুনরায় আলহাজ মমতাজ উদ্দিন সভাপতি ও মজিবর রহমান মজনু সাধারণ সম্পাদক নির্বাচিত হন। একই সঙ্গে রাগেবুল আহসান রিপু, টি জামান নিকেতা ও জেলা যুবলীগ সভাপতি মঞ্জুরুল আলম মোহনকে যুগ্ম সম্পাদক পদে ঘোষণা দেওয়া হয়। ঘোষণার পর তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির কথাও বলা হয়। কিন্তু ছয় মাস পেরিয়ে গেলেও পূর্ণাঙ্গ কমিটি হয়নি। জানুয়ারি থেকে টানা তিন মাস বিএনপিসহ ২০-দলীয় জোটের আন্দোলনের সময় বগুড়ার রাজপথে সক্রিয় ছিল আওয়ামী লীগসহ অন্যান্য সহযোগী সংগঠন। এ সময় শহর ও শহরতলিতে অর্ধশতাধিক সভা-সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ। সম্প্রতি জেলা ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে আবারও দ্বন্দ্ব দেখা গেছে। ছাত্রলীগ নেতা-কর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। জেলা ছাত্রলীগ সভাপতি গ্রুপ জেলা আওয়ামী লীগ সভাপতি ও ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রুপ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম মোহনের অনুসারী হয়ে কাজ করছেন। ২৬ জুন সরকারি আযীযুল হক কলেজ ছাত্রলীগের ওপর হামলার প্রতিবাদে ২৭ জুন কলেজে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। এতে জেলা ছাত্রলীগ সভাপতি গ্রুপকে দেখা গেলেও সম্পাদক গ্রুপকে দেখা যায়নি। দলীয় বিভিন্ন কর্মসূচিতে এক গ্রুপ উপস্থিত হলেও অন্য গ্রুপ হচ্ছে না। ফলে জেলায় দলীয় বিভিন্ন কর্মকাণ্ডে আওয়ামী লীগসহ ছাত্রলীগের একাংশ অনুপস্থিত থাকছে। একই সঙ্গে ছাত্রলীগের কর্মকাণ্ডেও গ্রুপিংয়ের প্রভাব পড়েছে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজনু জানান, শান্তিপূর্ণভাবে জেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামায়াত-বিএনপি ভাঙচুর, নাশকতা করে পরিস্থিতি অস্থিতিশীল করে। এ কারণে পূর্ণাঙ্গ হয়ে ওঠেনি। ঈদের পর কমিটি গঠনের সম্ভাবনা রয়েছে।

সর্বশেষ খবর