শিরোনাম
শুক্রবার, ৩ জুলাই, ২০১৫ ০০:০০ টা

****************************

ঢাকা-বরিশাল নৌরুটে এবারের ঈদে বিআইডবি্লউটিসির বিশেষ সার্ভিস ১৪ জুলাই থেকে শুরু হবে। এবারই প্রথম লঞ্চের টিকিট বিক্রি হবে অনলাইনে। ঈদের পর চারদিন লঞ্চের এ সার্ভিস অব্যাহত থাকবে বলে জানা গেছে। তবে যাত্রী চাহিদা অনুযায়ী তা আরও দুই দিন বৃদ্ধি করা হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বিশেষ সার্ভিস শুরুর আগেই বিআইডবি্লউটিসির নতুন যাত্রীবাহী লঞ্চ এমভি মধুমতি উদ্বোধন করা হবে বলে জানা গেছে। জানা গেছে, দক্ষিণাঞ্চলের ঘরমুখো যাত্রীদের প্রথম শ্রেণির কেবিনের টিকিট বুকিংয়ের জন্য ৩০ জুন থেকে লঞ্চের কাউন্টারে চাহিদাপত্র জমা নেওয়া শুরু হয়েছে। আর গতকাল পর্যন্ত ডাবল ডেকার লঞ্চের কাউন্টারে টিকিট বুকিংয়ের জন্য চাহিদাপত্র জমা নেওয়া হয়েছে। ঢাকা ও বরিশাল নৌ-বন্দর ছাড়াও বেসরকারি লঞ্চ কোম্পানির কাউন্টারগুলোতে ২০ রমজানের পর থেকে আগাম টিকিট বিক্রি করা হবে বলে জানিয়েছেন কয়েকজন লঞ্চ মালিক। ঈদে টার্মিনাল ও তার আশপাশের এলাকাজুড়ে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর কয়েক স্তরের নিরাপত্তা। বরাবরের মতো এবারও বাড়ানো হবে ক্লোজসার্কিট ক্যামেরা।

লঞ্চ মালিক সমিতি বাংলাদেশ যাত্রী পরিবহন সংস্থার (যাপ) সহ-সভাপতি ও সুন্দরবন নেভিগেশনের চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু জানান, কয়েকদিনের মধ্যে তারা সদস্যদের নিয়ে বৈঠকের পাশাপাশি নৌপরিবহন মন্ত্রণালয় ও বিআইডবি্লউটিএর সঙ্গে বৈঠক করবেন।

 

 

সর্বশেষ খবর