বুধবার, ৮ জুলাই, ২০১৫ ০০:০০ টা

কোন কর্তৃত্বে মন্ত্রী পদে মায়া জানতে হাইকোর্টে রিট

কোন কর্তৃত্ব বলে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সংসদ সদস্য এবং মন্ত্রী পদে রয়েছেন তা জানতে রুল চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। গতকাল সুপ্রিমকোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। রিটে মায়া, প্রধান নির্বাচন কমিশনার ও জাতীয় সংসদের স্পিকারকে বিবাদী করা হয়েছে। দুর্নীতির মামলায় খালাসের রায় বাতিলের পরও মায়ার মন্ত্রী ও সংসদ সদস্য পদে থাকার বৈধতা প্রশ্নে এর আগে ৩০ জুন এই আইনজীবী লিগ্যাল নোটিস পাঠান। নোটিসের জবাব না পাওয়ায় এবার তিনি রিট করেন। নোটিসে বলা হয়, সংবিধানের ৬৬ এর ২ (ঘ) দফা অনুসারে দণ্ডিত ব্যক্তি সংসদ সদস্য বা মন্ত্রী পদে থাকতে পারেন না। দুর্নীতির মামলায় মায়াকে হাইকোর্টের দেওয়া খালাসের রায় গত ১৪ জুন বাতিল করে হাইকোর্টে নতুন করে আপিল শুনানির নির্দেশ দেন আপিল বিভাগ।

সর্বশেষ খবর