বুধবার, ৮ জুলাই, ২০১৫ ০০:০০ টা

**********************

গাইবান্ধা সদর থানার ওসি ও সোনালী ব্যাংকের ম্যানেজারসহ অপর আট পুলিশ সদস্যের গতকাল অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করা হয়েছে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দুপুরে আত্দসমর্পণ করে আসামিরা জামিনের আবেদন করলে বিচারক মো. মহসিনুল হক জামিন মঞ্জুর করেন। এর আগে রবিবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ এস এম তাসকিনুল হক তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন।

জামিন প্রাপ্তরা হলেন গাইবান্ধা সদর থানার ওসি আহমেদ রাজিউর রহমান, সোনালী ব্যাংক গাইবান্ধা শাখার ম্যানেজার আয়েশ উদ্দিন, ডিবি পুলিশের এসআই রাকিব হোসেন, সোনালী ব্যাংকের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের এএসআই আইয়ুব হোসেন ও কনস্টেবল সাদ্দাম, শাহিনুর, সাইমন, আবদুল্যাহ, রফিক ও বাবলু। আসামি পক্ষের আইনজীবী মো. শামছুল আলম প্রধান জানান, আসামিরা গতকাল দুপুরে আদালতে জামিনের আবেদন করেন। পরে আদালতের বিচারক তাদের ১৬ জুলাই পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন। তিনি আরও বলেন, আসামিরা নির্দোষ। তারা ব্যাংকের সহায় সম্পদ রক্ষার জন্য সেখানে গিয়েছিলেন। দায়িত্ব পালন করতে গিয়ে সামান্য যে দুর্ঘটনা ঘটে তা ইচ্ছাকৃত নয়।

বাদী পক্ষের আইনজীবী আনিছুর রহমান বলেন, আমরা জামিনের বিরোধিতা করেছি। যেহেতু এটি জামিন অযোগ্য ধারা তাই জামিন হওয়ায় আমরা ক্ষুব্ধ, তবে জামিন দেওয়ার বিষয়টি সম্পূর্ণ আদালতের এখতিয়ার। প্রসঙ্গত, গত ২ জুলাই জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের তিন অফিস সহকারী গাইবান্ধা সোনালী ব্যাংকে বেতনের টাকা তুলতে গিয়ে পুলিশের মারপিটে গুরুতর জখম হন। এ ঘটনায় গত ৫ জুলাই আদালতের কর্মচারী কমল চৌধুরী বাদী হয়ে মামলা দায়ের করলে আদালত ১০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

 

সর্বশেষ খবর