বুধবার, ৮ জুলাই, ২০১৫ ০০:০০ টা
অষ্টম কলাম

সিপি গ্যাং সদস্য আটক

ফেসবুকে অশালীন মন্তব্য করার অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনের মামলায় সরকার সমর্থকদের ইন্টারনেটভিত্তিক সংগঠন ‘সিপি গ্যাং’-এর এক সদস্যকে গ্রেফতারের কথা জানিয়েছে রাজশাহী পুলিশ। গ্রেফতারকৃত রতন পালের (২৭) বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রূপসপুর আবাসিক এলাকায়। গতকাল ভোরে ঢাকার রামপুরা মহানগর প্রজেক্টের অফিস থেকে রাজশাহীর চারঘাট মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে। চারঘাট থানার এসআই খায়রুল আলম জানান, তাপস কুমার পাল নামে একজনের করা মামলায় অরূপকে ঢাকায় গ্রেফতার করে চারঘাট থানায় আনা হয়েছে। তিনি সিপি গ্যাং নামে একটি ফেসবুক পেইজের অ্যাডমিন। এসআই খায়রুল আলমই তথ্যপ্রযুক্তি আইনের ওই মামলা তদন্তের দায়িত্বে আছেন। তিনি জানান, চারঘাট সদর এলাকার তাপস পাল গত ২৪ মে চারঘাট মডেল থানায় অরূপের বিরুদ্ধে এই মামলা করেন। পরে ফেসবুকে দেওয়া ফোন নম্বরের সূত্র ধরে অরূপকে গ্রেফতার করা হয়। মামলার বাদী তাপস বলছেন, অরূপ প্রায় এক বছর ধরে ফেসবুকে তার বিরুদ্ধে ‘অশালীন, মানহানিকর ও মিথ্যা’ তথ্য দিয়ে স্ট্যাটাস দিয়ে আসছেন। ফলে বাধ্য হয়ে তিনি তথ্যপ্রযুক্তি আইনে এ মামলা করেছেন। এসআই খায়রুল বলেন, যে ফেসবুক অ্যাকাউন্ট থেকে তাপসের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়া হতো, তা অরূপের নয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেছেন। তবে ওই পেইজে যে মোবাইল ফোন নম্বর দেওয়া আছে, সেটি অরূপের। এ ব্যাপারে আরও পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চাওয়া হয়েছে।

সর্বশেষ খবর