সোমবার, ২৭ জুলাই, ২০১৫ ০০:০০ টা
হাইকোর্টের আদেশ স্থগিত

ব্রাজিলের গম বিতরণ নয়

ব্রাজিল থেকে আমদানি করা সেই গম নিতে কাউকে বাধ্য করা যাবে না মর্মে হাইকোর্টের দেওয়া আদেশ আরও দুই সপ্তাহ স্থগিত করেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে বিতরণ না করা গম এ সময়ের মধ্যে আর বিতরণ না করতে সরকারকে মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও রিটের পক্ষে আইনজীবী মাহবুব উদ্দিন খোকন শুনানিতে অংশ নেন। ব্রাজিল থেকে আনা গম কাউকে জোর করে দেওয়া যাবে না এবং কেউ ফেরত দিতে চাইলে সরকারকে তা ফেরত নিতে ৮ জুলাই নির্দেশ দেন হাইকোর্ট। এ সংক্রান্ত একটি রিট আবেদনের নিষ্পত্তি করে ওই দিন এ নির্দেশ দেন আদালত। রাষ্ট্রপক্ষের এক আবেদনে পরদিন হাইকোর্টের ওই আদেশ ২৬ জুলাই পর্যন্ত স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত। শুনানির জন্য আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠানো হয়। এর পরিপ্রেক্ষিতে গতকাল বিষয়টি নিয়ে আপিল বিভাগে শুনানি অনুষ্ঠিত হয়। আপিল বিভাগের আদেশের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, স্থগিতাদেশের পাশাপাশি আদালত সরকারকে মৌখিক নির্দেশ দিয়েছেন যেন বিতরণ না করা গম আর বিতরণ না করা হয়। একই সঙ্গে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষকে নিয়মিত লিভ টু আপিল করতে বলা হয়েছে। ব্রাজিল থেকে ৪০০ কোটি টাকায় আনা গমের মান নিয়ে অভিযোগ ওঠার পরিপ্রেক্ষিতে ২৮ জুন তদন্ত চেয়ে সুপ্রিমকোর্টের আইনজীবী পাভেল মিয়া এ রিট করেন। পরে আদালত খাদ্য অধিদফতরের প্রতিবেদন চাইলে ওই গম খাওয়ার উপযোগী দাবি করে ৫ জুলাই হাইকোর্টে প্রতিবেদন দেয় খাদ্য অধিদফতর।

সর্বশেষ খবর