সোমবার, ২৭ জুলাই, ২০১৫ ০০:০০ টা
অষ্টম কলাম

সাপের সঙ্গে সেলফি অতঃপর...

সাপের সঙ্গে সেলফি অতঃপর...

র‌্যাটল স্নেক বা ঝুনঝুনি সাপ এমনিতেই বিষধর। এই সাপের সঙ্গে সেলফি তুলে হাসপাতালে ঠাঁই হয়েছে এক মার্কিন নাগরিকের। সুস্থ হতে তাকে দেড় লাখ ডলার বা এক কোটি টাকা খরচ করতে হয়েছে।
এমনিতেই সাপ সহজে কাউকে আক্রমণ করে না। কিন্তু ওই সেলফিবাজ সাপটিকে এতই বিরক্ত করেছেন, সে দংশনে বাধ্য হয়েছে। ঘটনাটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের সান-দিয়াগো শহরের। আর ওই আক্রান্ত ব্যক্তির নাম ফ্যাসলার। গণমাধ্যম জানিয়েছে, স্মার্টফোন হাতে কোথাও যাচ্ছিলেন ফ্যাসলার। হঠাৎই মনে হলো একটি সেলফি তুলবেন। ‘এক্সক্লুসিভ’ সেলফি তুলতে তিনি পাশের ঝোপঝাড় থেকে শান্তশিষ্ট ভেবে ওই র‌্যাটল স্নেককে টেনে বের করে আনেন। এরপর তাকে হাতে জড়িয়ে একটি ‘পারফেক্ট’ সেলফি তুলতে বিভিন্ন ধরনের পোজ দিতে থাকেন। এতে বিরক্ত হয়ে সাপটি ফ্যাসলারের হাতে কামড় বসিয়ে দেয়। আর তাই চিকিৎসার জন্য এক লাখ ৫৩ হাজার ডলারেরও কিছু বেশি অর্থ খরচ করতে হবে ফ্যাসলারকে।

সর্বশেষ খবর