বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০১৫ ০০:০০ টা
সাকার ফাঁসি বহাল

সাক্ষীরা সন্তুষ্ট চট্টগ্রাম বিএনপির প্রতিক্রিয়া নেই

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর মৃত্যুদণ্ডের রায় সুপ্রিমকোর্ট বহাল রাখায় সন্তোষ প্রকাশ করেছেন মামলার সাক্ষীরা। রায়ের পর মামলার সাক্ষী প্রফুল্ল রঞ্জন সিংহ, কাজী নুরুল আবসার, সাকার নির্যাতনের শিকার ম. সলিমউল্লাহ, মুক্তিযোদ্ধা এস এম মাহবুবুল আলমসহ সবাই রায় দ্রুত কার্যকর করার দাবি জানান। অন্যদিকে সাকা চৌধুরী বিএনপির স্থায়ী কমিটির একজন প্রভাবশালী সদস্য হলেও রায়ের পর চট্টগ্রাম বিএনপির কোনো নেতা মন্তব্য করেননি। এমনকি তার দলের কোনো নেতা-কর্মীর কোনো প্রতিক্রিয়াই দেখা যায়নি। এদিকে সাকার নির্দেশে নির্যাতনের শিকার হয়ে একাত্তরের শহীদ নূতন চন্দ্র সিংহের ছেলে তথা সাকার মানবতাবিরোধী অপরাধ মামলার সাক্ষী প্রফুল্ল রঞ্জন সিংহ বলেন, ‘আমি অত্যন্ত খুশি। খুব ভালো রায় হয়েছে। এখন একটাই দাবি- রায় যেন দ্রুত কার্যকর হয়।’ তিনি ২০১২ সালের ২০ জুন আন্তর্জাতিক ট্রাইব্যুনালে গিয়ে সাকার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন। প্রফুল্ল রঞ্জনের বাবা নূতন চন্দ্র সিংহকে হত্যার অভিযোগেও ট্রাইব্যুনাল সাকাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। অপর সাক্ষী মুক্তিযোদ্ধা কাজী নুরুল আবসার বলেন, ‘খুব খুশি হয়েছি। এ রায় নিয়ে অনেক ষড়যন্ত্র, অনেক চক্রান্ত হয়েছে, কিন্তু কোনো ষড়যন্ত্রে কাজ হয়নি। জাতি প্রত্যাশিত রায় পেয়েছে।’ অবিলম্বে রায় কার্যকর করার পাশাপাশি সাকার সব সম্পত্তি বাজেয়াপ্ত করার আহ্বান জানান এই মুক্তিযোদ্ধা।
 

বিএনপি নেতাদের প্রতিক্রিয়া নেই : মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের সাকা চৌধুরীর ফাঁসির রায় আপিল বিভাগ বহাল রাখলেও এ নিয়ে কোনো মন্তব্য কিংবা প্রতিক্রিয়া জানাতে রাজি হননি চট্টগ্রামের বিএনপি নেতারা। চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘এ ধরনের বিষয়ে আমি আগেও কোনো মন্তব্য করিনি। এখনো করব না।’ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন বলেন, ‘এ ব্যাপারে যা বলার কেন্দ্র থেকে সিনিয়র নেতারাই বলবেন।’ 

সর্বশেষ খবর