শনিবার, ১৫ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

বিএনপি আজ পালন করছে খালেদা জিয়ার জন্মদিন

বিএনপি আজ পালন করছে খালেদা জিয়ার জন্মদিন

বিএনপি আজ তার চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উদযাপন করবে। খালেদা জিয়া ৭০ বছরে পা রাখলেন। আজ তার ৬৯তম জন্মবার্ষিকী। দিনটি উদযাপনে বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। আজ দলের পক্ষ থেকে জন্মদিনের কেক কাটার কথা রয়েছে। পাশাপাশি বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। জানা গেছে, বিদেশে অবস্থানরত খালেদা জিয়ার ছেলে তারেক রহমান এবং দুই পুত্রবধূ ও নাতনিরা টেলিফোনে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। আজ ঢাকাসহ সারা দেশে বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো নানা কর্মসূচির মধ্য দিয়ে জন্মদিন উদযাপন করবে, যদিও খালেদা জিয়ার এই জন্মদিন নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক রয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে তার জন্মদিন উদযাপন প্রতিহত করার ঘোষণা দেওয়া হয়েছে।  জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ সংগঠনের পক্ষ থেকে খালেদার জিয়ার জন্মদিন উপলক্ষে আজ ৭০ পাউন্ডের কেক কাটা হবে। আজ রাত ৮টায় গুলশান কার্যালয়ে কেক কেটে খালেদা জিয়ার জন্মদিন উদযাপনের কথা জানান যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও ছাত্রদলের দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী। অনুষ্ঠানে খালেদা জিয়া উপস্থিত থাকবেন বলেও জানান তারা।
বগুড়া : খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করে শুক্রবার বগুড়া বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন চান, উপদেষ্টা মুক্তিযোদ্ধা মো. শোকরানা, শফিকুল ইসলাম শফিক, আবদুল মান্নানসহ দলীয় নেতারা। উল্লেখ্য, বগুড়ার ১২টি উপজেলার প্রতিটি ওয়ার্ডে একই কর্মসূচি পালন করা হয়।

সর্বশেষ খবর