শনিবার, ১৫ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

ভুয়া জন্মদিন পালন করে জাতিকে বিভ্রান্ত করবেন না

ক্যাপ্টেন তাজুল ইসলাম

ভুয়া জন্মদিন পালন করে জাতিকে বিভ্রান্ত করবেন না

জাতীয় প্রেসক্লাবের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোক মিছিলে নেতৃত্ব দেন সাবেক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম এমপি। -বাংলাদেশ প্রতিদিন

১৫ আগস্ট খালেদা জিয়াকে ‘ভুয়া’ জন্মদিন পালন না করার আহ্বান জানিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম এমপি বলেছেন, এভাবে জাতিকে আর বিভ্রান্ত করবেন না। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় মুক্তিযোদ্ধা সমন্বয় কমিটি ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে। ক্যাপ্টেন তাজ আরও বলেন, মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য রাজপথে আছে। আজকের মুক্তিযোদ্ধার সন্তানরা বঙ্গবন্ধুর আদর্শের সোনার বাংলা বিনির্মাণ না হওয়া পর্যন্ত রাজপথে নিরলসভাবে লড়াই সংগ্রাম অব্যাহত রাখবে। এতে আরও বক্তব্য দেন জাতীয় মুক্তিযোদ্ধা সমন্বয় কমিটির মহাসচিব সফিকুল বাহার মজুমদার টিপু, আলহাজ শরীফউদ্দিন, আমরা মুক্তিযোদ্ধার সন্তানের কেন্দ্রীয় সভাপতি মো. হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নয়ন। সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সমন্বয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. হারুনুর রশিদ।

সর্বশেষ খবর