শনিবার, ১৫ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

ভোলার নদীভাঙন দেখলেন দুই মন্ত্রী

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, প্রাকৃতিক গ্যাস, কৃষি আর মৎস্য সম্পদে সমৃদ্ধ ভোলা দেশের সবচেয়ে সমৃদ্ধ জেলায় পরিণত হওয়ার পথে প্রধান বাধা নদীভাঙন। যে কোনো মূল্যে নদী ভাঙন প্রতিরোধ করা হবে, ভোলাকে রক্ষা করা হবে। তিনি বলেন, বরিশালের সঙ্গে একটি ব্রিজ করে ভোলাকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা হবে। তখন আর ভোলা বিচ্ছিন্ন দ্বীপ থাকবে না। গতকাল দুপুরে পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদকে সঙ্গে নিয়ে ভোলার ইলিশা ফেরিঘাট এলাকায় মেঘনার ভাঙন পরিদর্শন শেষে এক জনসভায় তিনি এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ভোলার ভাঙন রোধে প্রধানমন্ত্রীর নির্দেশেই তিনি এখানে এসেছেন। ভোলার ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। আপাতত ভাঙন প্রতিরোধে চলমান ছোট জিও ব্যাগের পরিবর্তে কয়েক টন ওজনের বড় জিও ব্যাগে বালি ভর্তি করে নদীতীরে ফেলা হবে। বর্ষা শেষ হলেই বড় প্রকল্পের কাজ শুরু করা হবে।

 

সর্বশেষ খবর