শনিবার, ২২ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

মাঠে থাকলেও বিএনপি কাগুজে বাঘ কাজে

জেলা বিএনপির নেতা-কর্মীরা মাঠে থাকলেও কাজে নেই। বিগত সময়ে সরকারবিরোধী কোনো কর্মসূচি কার্যকর করতে পারেননি তারা। একদিকে কেন্দ্রীয় কর্মসূচি অন্যদিকে নেতাদের ঘরে বসে থাকার খবর রয়েছে। সব মিলিয়ে জেলা বিএনপি এখন ‘কাগুজে বাঘ’।
বিগত জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করে ঠকে গেল বিএনপি- এ রকম বোধ কাজ করছে দলে। অফিস-আদালতে মূল্যায়ন নেই, দলীয় কর্মকাণ্ড অনেকটা ঝিমিয়ে পড়েছে। জেলার শীর্ষ নেতৃত্ব নিয়ে ক্ষোভ রয়েছে তৃণমূলের। চলছে কানাঘুষা, মান-অভিমান। বিশেষ করে দলের যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদের মুক্তি আন্দোলনে ক্ষোভের দানা বড় হয়ে ওঠে। সে ক্ষোভ ডালপালা ছড়িয়েছে। চরম হতাশা বিরাজ করছে নেতা-কর্মীদের মধ্যে। বিএনপির কৌশল, কূটনৈতিক চাল ও আন্দোলন সবই এখন ব্যর্থ। চরম দুঃসময় যাচ্ছে দলীয় নেত্রী খালেদা জিয়ার। তিনি এখন সংসদের বাইরে। তার দলের কেউ আর প্রশাসন, সরকার, সংসদ, সংসদীয় কমিটি বা কোনো নীতিনির্ধারণী পর্যায়ে নেই। সরকার ও রাষ্ট্রের যে প্রটোকল তালিকা, সেখানে একসময় তিনি ছিলেন অনেক উপরে। বিরোধী দলে থাকার সময়ও রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকারের পরই তার অবস্থান ছিল। এখন তিনি জাতীয় সংসদের সদস্যদের তালিকার নিচে। দলের ভবিষ্যৎ নিয়ে দলের নেত্রী যেখানে হতাশ সেখানে নেতা-কর্মীদের মনোবল থাকে কতক্ষণ- এমন প্রশ্ন তৃণমূল কর্মীদের। ৫ জানুয়ারির নির্বাচন ঠেকাতে না পেরে দেশের অন্যান্য জেলার মতো কক্সবাজার বিএনপিতে বিরাজ করছে চরম হতাশা। এরই মধ্যে উপজেলা পরিষদ নির্বাচনে কাক্সিক্ষত ফলও অর্জন করতে পারেনি দলটি। একদিকে জাতীয় নির্বাচনে অংশ না নিয়ে ক্ষমতার স্বাদ বঞ্চিত হওয়া, অন্যদিকে স্থানীয় নির্বাচনে ভরাডুবি চরমভাবে হতাশ করেছে তৃণমূলকে। তবে এখনো তারা ঘুরে দাঁড়ানোর আশা করছেন। ইতিমধ্যে দলকে শক্তিশালী করতে গঠনমূলক কর্মসূচি হাতে নিয়েছেন বলে জানান শীর্ষ নেতারা। এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী বলেন, অতীতের যে কোনো সময়ের তুলনায় বিএনপি এখন অনেক সুসংগঠিত। কেন্দ্রের নির্দেশনার আলোকে আমরা অতীতে কর্মসূচি পালন করেছি। জোটভুক্ত দলগুলোর সঙ্গে আমাদের সমন্বয় আছে। যে যার অবস্থানে স্বৈরাচার সরকারবিরোধী আন্দোলনের জন্য প্রস্তুত। তিনি আরও বলেন, সালাহউদ্দিন আহমেদ মুক্তি আন্দোলনে বিএনপি, যুবদল ও ছাত্রদল পৃথক কর্মসূচি পালন করেছে। কোথাও সমস্যা হয়নি। এখন জাতির মুক্তি আন্দোলনের অপেক্ষা করছি।

সর্বশেষ খবর