শনিবার, ২২ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

ম্যুরাল বাঘের চাপায় ভ্যানচালকের মৃত্যু

ম্যুরাল বাঘের চাপায় ভ্যানচালকের মৃত্যু

রাজধানীর কারওয়ানবাজারে বসানো বাঘের ভাস্কর্যটি উল্টে পড়ে গতকাল এক ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু হয়। -বাংলাদেশ প্রতিদিন

রাজধানীর কারওয়ান বাজার মোড়ে স্থাপিত রয়েল বেঙ্গল টাইগারের ম্যুরাল চাপায় রিকশা-ভ্যানচালক মোহাম্মদ আলী (৩৫) মারা গেছেন। গতকাল ভোরে বাঘের ওই ভারী ম্যুরালটি আকস্মিকভাবে ভ্যানচালকের ওপর ভেঙে পড়ে। তিনি ওই স্থানে রিকশার ওপর ঘুমিয়েছিলেন। জানা গেছে, মোহাম্মদ আলী বাঘের নিচে চাপা পড়লে শহিদুল নামে এক ব্যক্তি তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ আলীকে মৃত ঘোষণা করেন। কলাবাগান থানার ওসি ইকবাল হোসেন জানান, রাতে বাঘের ম্যুরালের পাশে পলিথিন মুড়িয়ে মোহাম্মদ আলী ঘুমিয়ে ছিলেন। ভোরে ম্যুরালটি ভ্যানের ওপর আচড়ে পড়ে। দুর্ঘটনার শিকার মোহাম্মদ আলীর গ্রামের বাড়ি চাঁদপুরে। জানা গেছে, ভারিবর্ষণে মাটি নরম হয়ে ম্যুরালটি নিচে ভেঙে পড়ে। স্থানীয়দের কেউ কেউ আক্ষেপ করে বলেন, কোনো চিড়িয়াখানা বা সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার নয়, প্রাণহীন বাঘের থাবায় প্রাণ গেল ভ্যানচালকের। তারা এ মৃত্যুর জন্য কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করেন। ২০১১ সালের বিশ্বকাপ ক্রিকেটের আগে  ঢাকা সিটি করপোরেশনের উদ্যোগে বাঘের এ ম্যুরালটি বসানো হয়েছিল।
বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এটির দেখভাল করার দায়িত্বে।

সর্বশেষ খবর