শনিবার, ২২ আগস্ট, ২০১৫ ০০:০০ টা
অষ্টম কলাম

সুরাইয়াকে দেখতে ছুটছে মানুষ

মাতৃগর্ভে গুলিবিদ্ধ শিশু সুরাইয়াকে দেখতে গতকাল মাগুরা শহরের দোয়ারপাড়ের বাড়িতে দিনভর গ্রামবাসীর ভিড় লেগে ছিল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২৫ দিনের চিকিৎসা শেষে সুরাইয়াসহ তার বাবা ও মা বৃহস্পতিবার রাত ১০টা ৩৫ মিনিটে অ্যাম্বুলেন্সে করে তাদের দোয়ারপাড়ের বাড়িতে ফেরেন। সদর থানা পুলিশের পিকআপ কামারখালী থেকে তাদের প্রহরা দিয়ে নিয়ে আসে।
তাদের প্রতীক্ষায় ওই রাতে স্থানীয় মিডিয়াকর্মীর পাশাপাশি জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কালাচাঁদ সিংহ, পুলিশ সুপার এ কে এম এহসান উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, মাগুরা সদর হাসপাতালে ঘটনার রাতে সুরাইয়ার শরীরে অস্ত্রোপচারকারীদের অন্যতম ডা. সফিউর রহমান উপস্থিত ছিলেন। গতকাল দুপুরে সুরাইয়াকে নিজ বাড়িতে সুস্থ ও স্বাভাবিক দেখা গেছে। সদর হাসপাতালের সার্জারি বিভাগের কনসালট্যান্ট ডা. সফিউর রহমান বলেন, বাড়িতে ফেরার পরই সুরাইয়ার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। সে সুস্থ আছে। তার স্বাস্থ্যগত বিষয়টি আমরা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখছি। এদিকে সুরাইয়ার ফেরার খবরে বৃহস্পতিবার বিকাল থেকেই বাড়িতে উৎসুক মানুষের ভিড় ছিল। গতকালও সারা দিন বহু মানুষ সুরাইয়াকে দেখতে ভিড় করেন। উপস্থিত সবাই সুরাইয়ার বেঁচে ওঠার এ ঘটনাকে বিরল বলে আখ্যা দেন। সুরাইয়ার মা নাজমা বেগম সুরাইয়ার সুস্থতার জন্য দোয়া করায় সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি মাগুরা সদর হাসপাতালে তাৎক্ষণিক অস্ত্রোপচারের জন্য কর্তব্যরতদের প্রতিও কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে ঢাকায় মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, প্রধানমন্ত্রীসহ তাদের পাশে দাঁড়ানো সবার প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি সুরাইয়ার আগামী দিনগুলো যাতে সুস্থ ও স্বাভাবিকসহ সুন্দর হয়, সে জন্য সবার দোয়া চান। এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এ পরিবারের জন্য ১০ হাজার টাকার চেক দেওয়া হয়েছে। সুরাইয়ার বাবা বাচ্চু ভুইয়া জানান, ঢাকা থেকে স্বাস্থ্যমন্ত্রীসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে তারা মোট ৭৫ হাজার টাকার সহযোগিতা পেয়েছেন।

সর্বশেষ খবর