গাজীপুরে কালিয়াকৈর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মো. রফিকুল ইসলামের খুনের এক দিন পর শনিবার রাতে মামলা হয়েছে। নিহতের বড় ভাই মো. আবদুল মোতালেব মিয়া বাদী হয়ে মামলাটি করেন। এতে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীসহ ২০-২২ জনকে আসামি করা হয়েছে। যুবলীগ নেতা হত্যার প্রতিবাদে গতকাল কালিয়াকৈরে আধাবেলা হরতাল পালিত হয়। মামলার তদন্ত কর্মকর্তা কালিয়াকৈর থানার এসআই মো. রাজীব খান জানান, শুক্রবার বিকালে প্রতিপক্ষের হামলায় খুন হন উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম। এ ব্যাপারে পরদিন শনিবার রাতে নিহতের বড় ভাই বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা করেছেন। এতে কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আকবর আলী, কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক মো. মোশারফ হোসেন সিকদারসহ ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে।
প্রসঙ্গত, শুক্রবার বিকালে অন্তঃকোন্দলে খুন হন রফিকুল।