বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

রাঙামাটিতে আরাকান আর্মির শীর্ষ নেতা গ্রেফতার

ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি

মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী আরাকান আর্মির শীর্ষ পর্যায়ের নেতা ডা. রেনিন সোয়ে মারমা গ্রেফতার হয়েছেন। গত মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ রাঙামাটির রাজস্থলীর একটি মসজিদ থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ তার কাছ থেকে ২৫ হাজার ভারতীয় রুপি, বাংলাদেশ ও নেদারল্যান্ডসের পাসপোর্ট, একটি ল্যাপটপ, দুটি  মোবাইল সেট, তিনটি ক্রেডিট কার্ড আর একটি ব্যাগে ব্যবহƒত তার পোশাক উদ্ধার করে। ডা. রেনিন সোয়ে মারমা রাজস্থলী থানায় পুলিশের করা দুটি মামলার পলাতক আসামি। রাঙামাটির রাজস্থলী থানার ওসি ওয়াহিদ উল্লাহ সরকার জানান, ডা. রেনিন সোয়ে মারমা নেদারল্যান্ডস প্রবাসী। তিনি মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির শীর্ষ পর্যায়ের নেতা। তিনি আÍগোপনে ছিলেন। তথ্য সূত্রে জানা গেছে, রাঙামাটি জেলার দুর্গম ও প্রত্যন্ত  উপজেলা রাজস্থলীতে বিশাল মহল গড়ে তুলেন ডা. রেনিন  সোয়ে মারমা। বিশাল প্রাচীরঘেরা বাড়িতে গড়ে তুলেন নিজস্ব জগৎ। বাড়িটিতে পাওয়া যায় মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠীর দুটি ঘোড়াও। পুলিশ ও অন্যান্য সূত্র জানায়, ডা. রেনিন সোয়ে মারমার ঘোড়াগুলোর সঙ্গে বান্দরবান সীমান্তবর্তী এলাকা থানচির তিন্দু এলাকায় সম্প্রতি দুই দফায় উদ্ধার করা ঘোড়াগুলোর মিল রয়েছে। এসব ঘোড়া আরাকান আর্মি বিদ্রোহীরা ব্যবহার করে বলে জানা গেছে। কিন্তু স্থানীয়রা জানতেন না পাহাড়ে এ বিশাল বাড়িতে কী হচ্ছে। তবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় যৌথবাহিনী। গ্রেফতার করা হয় দুই হাতের কব্জি ছাড়া মিয়ানমারের নাগরিক ও বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী আরাকান আর্মির সহযোগী অং ইউ ইয়াং রাখাইনকে। সঙ্গে উদ্ধার করা হয় তিনটি আরাকান আর্মির পোশাক, পোশাক তৈরির ৩০ গজ কাপড়, তিনটি ল্যাপটপ, মডেম, তিনটি হেন্ডিক্যাম, দুটি বিদেশি ঘোড়া, মোবাইলসহ পাসপোর্ট। আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বেরিয়ে আসে ডা. রেনিনের বিরুদ্ধে বিভিন্ন তথ্য। এ ঘটনার পর আলোচনায় আসেন ডা. রেনিন । রাঙামাটি রাজস্থলী থানায় তার বিরুদ্ধে দায়ের করা হয় পৃথক দুটি মামলা। পরে গ্রেফতার করা হয় ওই বাড়ির দুই কেয়ারটেকার মং সু অং মারমা (৩৯) ও জো সো অং মারমাকে (৪২)। বর্তমানে তারা রাঙামাটি কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। অন্যদিকে, মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী আরাকান আর্মির নেতা হিসেবে অভিযুক্ত ডা. রেনিন নিজেকে একজন চিকিৎসক হিসেবে পরিচয় দিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও বার্তা ছাড়েন। সে সময় তিনি বলেন, তার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা, তিনি একজন চিকিৎসক। চিকিৎসা করা তার কাজ। মিয়ানমারের নাগরিক ও বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী  গোষ্ঠী আরাকান আর্মির সহযোগী হিসেবে গ্রেফতার অং ইউ ইয়াং রাখাইন তার চিকিৎসাধীন রোগী ছিলেন মাত্র। তিনি তার অপরাধ কী জানেন না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর