বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

মেডিকেল ভর্তিচ্ছুরা আমরণ অনশনে

নিজস্ব প্রতিবেদক

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পুনরায় ভর্তি পরীক্ষা নেওয়ার দাবিতে আমরণ অনশন শুরু করেছেন মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা। গতকাল বেলা ১১টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে এ অনশন কর্মসূচি শুরু করেন তারা। অনশনে ঢাকা মেডিকেল কলেজসহ বিভিন্ন মেডিকেলের শিক্ষার্থী ও ভর্তিচ্ছু শতাধিক শিক্ষাথী অংশ নেয়।

আন্দোলনের অন্যতম সমন্বয়ক অধ্যাপক আশরাফ কামাল জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই অনশন কর্মসূচি চালিয়ে যাবেন। এ সময় আন্দোলনকারীরা তাদের দাবি সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন। অনশন চলাকালে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের কামনা করে বক্তব্য দেন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। অনশনে অংশ নিয়ে ছাত্র ইউনিয়নের সভাপতি লাকী আক্তার বলেন, নিয়োগ পরীক্ষা থেকে শুরু করে স্কুল-কলেজসহ সব ধরনের পরীক্ষার প্রশ্ন ফাঁস এখন স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। মেডিকেল ভর্তি পরীক্ষায়ও একই কাণ্ড ঘটেছে।

 তিনি বলেন, পুলিশ দিয়ে নির্যাতন করে আন্দোলনকে গলাটিপে হত্যা করা যাবে না। অবিলম্বে পুনরায় ভর্তি পরীক্ষার দাবি জানান তিনি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর