বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা
শিশু রাজন হত্যা

কামরুলকে ফিরিয়ে আনা হচ্ছে আজ

নিজস্ব প্রতিবেদক

শিশু সামিউল আলম রাজন হত্যা মামলার প্রধান আসামি কামরুল ইসলামকে সৌদি আরব থেকে আজ ঢাকায় ফিরিয়ে আনা হচ্ছে। বন্দী প্রত্যর্পণ চুক্তি না থাকায় ইন্টারপোলের মাধ্যমে তাকে নিয়ে আসছে পুলিশ। আজ বিকাল সাড়ে ৩টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কামরুলকে নিয়ে ঢাকায় ফিরবেন তিন পুলিশ কর্মকর্তা। গতকাল বিকালে পুলিশ সদর দফতর থেকে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

১২ অক্টোবর কামরুলকে দেশে ফিরিয়ে আনতে পুলিশ সদর দফতরের অতিরিক্ত পুলিশ সুপার মাহাবুবুল করিম, সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ রহমত উল্লাহ এবং সহকারী পুলিশ কমিশনার এ এফ এফ নেজাম উদ্দিন সৌদি আরব যান। ২১ জুলাই কামরুল ইসলামের বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিস জারি করে। ৮ জুলাই সিলেটে শিশু রাজনকে নৃশংসভাবে খুন করে কয়েকজন দুর্বৃত্ত। ওই ঘটনার তদন্ত শেষে মোট ১৩ জন আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। এর মধ্যে ১০ জনকে আগেই গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়। ঘটনার দুই দিন পর ১০ জুলাই প্রধান আসামি কামরুল জেদ্দায় পালিয়ে যান। প্রবাসী বাংলাদেশিরা সেখানে তাকে আটক করেন। এ ছাড়া পুলিশ সদর দফতরের এনসিবি শাখা বঙ্গবন্ধু হত্যা মামলা, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা, জেলহত্যা মামলা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলা, চট্টগ্রামের আট খুন মামলা, নারায়ণগঞ্জের সাত খুন মামলার পলাতক আসামিসহ বিদেশে পলাতক ১৯ আসামির অবস্থান শনাক্ত এবং গ্রেফতার করে দেশে ফিরিয়ে আনার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এর মধ্যে ১১ জনের অবস্থান শনাক্ত করে তাদের গ্রেফতার করা হয়েছে। বাকি আটজনের অবস্থান শনাক্ত করা হয়েছে। গ্রেফতারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। শিগগিরই প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তাদের দেশে ফিরিয়ে আনা হবে।

সর্বশেষ খবর