রবিবার, ১৮ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা
গোলটেবিল বৈঠক

‘বাংলা গানের মর্যাদা প্রতিষ্ঠা পায়নি’

নিজস্ব প্রতিবেদক

‘বাংলা গানের মর্যাদা প্রতিষ্ঠা পায়নি’

‘সংগীতে সংকট : উত্তরণের পথ’ শীর্ষক বাংলাদেশ প্রতিদিন গোলটেবিল বৈঠকে অতিথিদের একাংশ -বাংলাদেশ প্রতিদিন

দেশে বাংলা গানের মর্যাদা প্রতিষ্ঠা করা যায়নি। অথচ গান একটি জাতির পরিচয় বহন করে। সমাজে যখন নৃশংসতা চলে গানই তখন হৃদয়ে মানবিকতা জাগিয়ে তা প্রতিরোধ করে। তাই গানকে প্রতিটি মানুষের হৃদয়ে ধারণ করতে হবে। স্বাধীনতার এত বছর পরেও সংগীত শিল্পের সংশ্লিষ্টদের নিয়ে কোনো ক্লাব গড়ে তোলা যায়নি। অন্যদিকে সরকারি পৃষ্ঠপোষকতা না থাকায় সংগীত শিল্পে সংকট তৈরি হয়েছে। সরকার যদি শিল্পীদের রয়্যালিটির ব্যবস্থা করেন তবে  যারা শিল্পীদের গান ব্যবহার করছেন তারাও রয়্যালটি দিতে বাধ্য হবেন। বর্তমানে সংগীতকে সংকটময় পরিস্থিতি থেকে রক্ষার জন্য এই শিল্পের জড়িত সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গতকাল বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া কনফারেন্স রুমে বাংলাদেশ প্রতিদিন আয়োজিত ‘সংগীতে সংকট : উত্তরণের পথ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে উপস্থিত দেশের প্রখ্যাত সুরকার, গীতিকার, কণ্ঠশিল্পী এবং এই শিল্পের সঙ্গে জড়িতরা এসব কথা বলেন।

বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রখ্যাত গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, গীতিকার শহীদুল্লাহ ফরায়জী, সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ, র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান, লালন সংগীতশিল্পী ফরিদা পারভীন, সংগীতশিল্পী শুভ্র দেব, নকীব খান হায়দার হোসেন, আঁখি আলমগীর, সেলিম চৌধুরী, এমআইবি’র প্রেসিডেন্ট শেখ শাহেদ আলী পাপ্পু ও ভাইস প্রেসিডেন্ট আনোয়ার হোসেন।

সর্বশেষ খবর