রবিবার, ১৮ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

ডিএমপিতে ওসির দায়িত্ব পাচ্ছেন এসিরা

আলী আজম

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ঢাকা মহানগর পুলিশকে (ডিএমপি) নতুন করে সাজানো হচ্ছে। এ জন্য নতুন অর্গানোগ্রাম বা প্রশাসনিক কাঠামো অনুমোদন করেছে সরকার। এতে পরিদর্শকদের (ইন্সপেক্টর) পরিবর্তে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হবেন সহকারী পুলিশ কমিশনার (এসি)। এ ছাড়া প্রতিটি থানায় থাকবে তিনজন পরিদর্শক, যারা প্রশাসন, তদন্ত ও অপারেশনের দায়িত্ব পালন করবেন।

নতুন এ কাঠামোতে প্রতিটি অপরাধ-অঞ্চলের জন্য এসির পরিবর্তে দায়িত্ব পালন করবেন অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি)। ইতিমধ্যে ডিএমপির  ১৬টি অপরাধ-অঞ্চল ভেঙে ২৪টি করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে পরীক্ষামূলকভাবে ডিএমপির মতিঝিল, শাহবাগ, রমনা ও গুলশান থানায় ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন এসিরা। পরীক্ষামূলকভাবে চার থানায় ওসি হিসেবে এসিদের পদায়ন করা হলেও গতকাল পর্যন্ত থানাগুলোতে তারা যোগদান করেননি। ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, বর্তমান বাস্তবতা ও পরিস্থিতি বিবেচনায় থানায় সেবার মান বাড়াতে এবং গণমুখী পুলিশি ব্যবস্থা গড়ে তুলতে নানামুখী পদক্ষেপ নেওয়া হচ্ছে। থানাগুলোর এলাকার বিস্তৃতি, জনবসতি ও অপরাধের ধরন বিবেচনা করে বিভিন্ন সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এ উদ্যোগে শুধু আইনশৃঙ্খলারই যে উন্নতি হবে তা নয়, জনগণের সঙ্গে পুলিশের ভালো আচরণও পাওয়া যাবে। তবে বিষয়টিকে ভালোভাবে দেখছেন না ইন্সপেক্টর পদে কর্মরত কর্মকর্তারা। তাদের অভিযোগ, মাঠপর্যায়ে এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি, যেখানে পরিদর্শকরা দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। এ পরিস্থিতিতে এমন উদ্যোগ বাস্তবায়ন করা হলে নিæ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের মধ্যে হতাশা বাড়াবে। ডিএমপির ৪৯ থানায় ওসির দায়িত্বে এসি পদমর্যাদার কর্মকর্তাদের বসানোর যে সরকারের সিদ্ধান্ত, এতে ক্ষোভ প্রকাশ করেছেন ইন্সপেক্টররা। এ বিষয়ে ১৫ অক্টোবর একাধিক ইন্সপেক্টর পদমর্যাদার কর্মকর্তা পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হকের সঙ্গে দেখা করে তাদের ক্ষোভের কথা জানিয়েছেন। ইন্সপেক্টর পদমর্যাদার অনেক কর্মকর্তা বলেন, ‘আশা করছি পুলিশ প্রশাসন এমন সিদ্ধান্ত থেকে সরে আসবে। না হলে প্রয়োজনে তারা এ সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন।’ সূত্রগুলো বলেছে, মাঠপর্যায়ের এসব কর্মকর্তারা বিদ্রোহী হয়ে উঠলে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটতে পারে। কারণ আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ থাকে মাঠপর্যায়ের এসব কর্মকর্তার হাতেই। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নূর মোহাম্মদ আইজিপি হিসেবে দায়িত্ব পালনকালে ২০১০ সালের আগস্ট মাসে পুলিশের পলিসি গ্রুপের এক বৈঠকে নতুন সাংগঠনিক কাঠামো পরিবর্তনের সিদ্ধান্ত হয়। ওই সময় ডিএমপির কমিশনার ছিলেন বর্তমান আইজিপি এ কে এম শহীদুল হক। পলিসি গ্রুপের বৈঠকে পুলিশের পরীক্ষামূলক পাইলট প্রকল্প হিসেবে প্রথমে রাজধানীর থানাগুলোতে ওসি হিসেবে এসি পদমর্যাদার কর্মকর্তাদের নিয়োগের বিষয়টি চূড়ান্ত হয়। তবে মাঠপর্যায়ের কর্মকর্তাদের প্রতিবাদের মুখে এ সিদ্ধান্ত থেকে সরে আসে পুলিশ প্রশাসন।

সর্বশেষ খবর